, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


আফগানদের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, কপাল পুড়ল রনি-ইয়াসিরের

  • আপলোড সময় : ১৭-০৬-২০২৩ ০২:৫২:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৬-২০২৩ ০২:৫২:৪৮ অপরাহ্ন
আফগানদের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, কপাল পুড়ল রনি-ইয়াসিরের
এবার চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে না পারা সাকিব আল হাসান, তামিম ইকবালরা ফিরছেন ওয়ানডে সিরিজে। ঢাকা প্রিমিয়ার লিগের সবশেষ আসরে দারুণ ব্যাটিংয়ের পর ওয়ানডে স্কোয়াডে ডাক পেলেন নাঈম শেখ। একই আসরে ভালো খেলার পুরস্কার পেয়ে আফিফ হোসেনও ফিরলেন দলে।

সবশেষ সিরিজে কোনো ম্যাচ খেলার সুযোগ না পেয়েই বাদ পড়ে গেলেন ইয়াসির আলি চৌধুরি। আফগানিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

আয়ারল্যান্ডের বিপক্ষে সবশেষে সিরিজে বিশ্রামে থাকা তাসকিন আহমেদও ফিরেছেন দলে। ইয়াসিরের সঙ্গে দল থেকে জায়গা হারিয়েছেন রনি তালুকদার ও মৃত্যুঞ্জয় চৌধুরি।

বাংলাদেশের ওয়ানডে দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরি, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, আফিফ হোসেন, নাঈম শেখ।

বাদ পড়লেন: রনি তালুকদার, ইয়াসির আলি চৌধুরি, মৃত্যুঞ্জয় চৌধুরি

দলে ফিরলেন: নাঈম শেখ, তাসকিন আহমেদ, আফিফ হোসেন
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস