, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


সাংবাদিক নাদিম খুন, কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের তীব্র নিন্দা

  • আপলোড সময় : ১৭-০৬-২০২৩ ০২:১৪:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৬-২০২৩ ০২:১৪:৪৬ অপরাহ্ন
সাংবাদিক নাদিম খুন, কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের তীব্র নিন্দা
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: দুর্বৃত্তদের হামলায় খুন হয়েছেন বাংলানিউজটোয়েন্টিফোর.কমের জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গোলাম রাব্বানী নাদিম। নাদিমের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রেস প্রেসক্লাব।

শনিবার (১৭ জুন) দুপুরে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আশরাফুল আলম আইয়ুব, সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান, যুগ্ন-সম্পাদক মাহফুজা আফরিন মনি, সাংগঠনিক সম্পাদক রফিক সরকার, কোষাধ্যক্ষ ওমর আলী মোল্লা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক বিল্লাল হোসেনসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা।

বিবৃতিতে তারা বলেন, বাংলানিউজটোয়েন্টিফোর.কমের জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গোলাম রাব্বানী নাদিমকে হত্যার ঘটনায় দোষীদের খুঁজে বের করে অবিলম্বে আইনের আওতায় নিয়ে আসতে হবে। জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনগত পদক্ষেপ গ্রহণ করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান বক্তারা।

এদিকে, নাদিমের খুনের প্রতিবাদে একইদিন সকালে কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবে  প্রতিবাদ সভা করা হয়। এতে উপজেলা প্রেসক্লাবের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

সময় উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দাবি করেন অন্যথায় আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
সর্বশেষ সংবাদ
এত মানুষের রক্ত ও ত্যাগের সাথে বেইমানি করা যাবে না: সিইসি

এত মানুষের রক্ত ও ত্যাগের সাথে বেইমানি করা যাবে না: সিইসি