(২১ জানুয়ারী মঙ্গলবার) সকাল ১০ ঘটিকা হতে রাঙামাটি লংগদু উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৫ পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠান বাইট্রা পাড়া বাজার সংলগ্ন ইসলামিক ফাউন্ডেশন উপজেলা মডেল সেন্টারে অনুষ্ঠিত হয়।
জাতীয় হিফজুল কোনআন প্রতিযোগিতা অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশ লংগদু উপজেলার ফিল সুপারভাইজার মোঃ মোজাম্মেল হক এর সভাপতিত্বে,
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইফাঃ কাপ্তাই উপজেলার ফিল সুপারভাইজার মোঃ নাছির উদ্দিন, নানিয়ারচর উপজেলার মোঃ মইনুল আলম মুবিন, ও রাজস্থলী উপজেলার আবু বকর সহ উপস্থিত ছিলেন আরোও অন্যান্য অতিথিবৃন্দরা।
এ সময় অতিথিরা বক্তৃতায় বলেন, জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আয়োজনে সর্বোচ্চ নিরপেক্ষ থেকে বিশ্বস্ততার সঙ্গে প্রতিযোগিতাগুলো আয়োজন করেছি। বাংলার ঘরে ঘরে কুরআনের আলো পৌছানো এবং আমাদের সন্তানদের প্রতিভা বিশ্বব্যাপী জানান দিতেই এই আয়োজন। মহতি এই আয়োজনে শুরু থেকে এ পর্যন্ত যারা যেভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা, আশা করি এ বছরের ন্যায় প্রতিবছর এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
পরিশেষে, প্রতিযোগিতা অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেন অতিথিরা।