, রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫ , ২৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ


আটকে পড়া যাত্রীদের উদ্ধার করলো কোস্টগার্ড

  • আপলোড সময় : ২০-০১-২০২৫ ০৮:৪৫:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০১-২০২৫ ০৮:৪৫:৫১ অপরাহ্ন
আটকে পড়া যাত্রীদের উদ্ধার করলো কোস্টগার্ড
মোঃ মামুন, জেলাপ্রতিনিধি, ভোলা 

ভোলার মেঘনা নদীর মাঝে ২৮৫ জন যাত্রী নিয়ে এমডি আল ওয়ালী-৪ যাত্রীবাহী লঞ্চ আটকে পড়লে তাদের উদ্ধার করে কোস্টগার্ড দক্ষিণজোন।

আজ সোমবার রাত ৮ টায় কোস্টগার্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানান।

কোস্টগার্ড জানান,গত ১৯ জানুয়ারি রাত ১১ টায় ভোলার ইলিশা ঘাট হতে এমডি আলওয়ালী-৪ নামক একটি যাত্রীবাহী লঞ্চ ২৮৫ জন যাত্রী ও ৩৫ জন ক্রু সহ ঢাকায় উদ্দেশ্যে যাত্রা আরম্ভ করে। যাত্রা শুরুর কিছুক্ষণ পর লঞ্চটি ডুবোচরে আটকে যায়। আটকে পড়া যাত্রীবাহী লঞ্চের মাস্টার তাৎক্ষণিক কোস্টগার্ডের শরণাপন্ন হন। পরে কোস্টগার্ড দক্ষিণ জোনের ৮ সদস্যের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী দল পূবালি-৫ নামক লঞ্চ মালিকের সাথে তৎক্ষণাৎ যোগাযোগ করে ডুবো চরে আটকে যাওয়া এমডি আল ওয়ালী-৪ লঞ্চের পাশে নিয়ে আসে এবং সাইড টোইং এর মাধ্যমে চর থেকে নিরাপদ স্থানে স্থানান্তরের ব্যবস্থা করে।

পরবর্তীতে লঞ্চটি পুনরায় ঢাকার উদ্দেশ্য যাত্রা শুরু করে। কোস্টগার্ড আরও জানান, বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে প্রতিনিয়ত কোস্টগার্ড এধরণের জনকল্যাণমূলক কার্যক্রম করে আসছে এবং ভবিষ্যাতেও তা অব্যাহত থাকবে।
সর্বশেষ সংবাদ
আগামীকাল ঢাকায় আজহারীর মাহফিল, বিশাল প্রস্তুতি

আগামীকাল ঢাকায় আজহারীর মাহফিল, বিশাল প্রস্তুতি