, রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫ , ২৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ


ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

  • আপলোড সময় : ২০-০১-২০২৫ ০৬:০৪:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০১-২০২৫ ০৬:০৪:৪৫ অপরাহ্ন
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
মঞ্জুরুল ইসলাম লিটন, লংগদু রাঙামাটি প্রতিনিধিঃ 

পার্বত্য রাঙামাটি লংগদু মাইনীমুখ বাজারে  দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও  মেয়াদ উত্তীর্ণ পন্য ওসুধের দাম অতিরিক্ত নেওয়ার অভিযোগে   (সোমবার ২০ জানুয়ারি) দুপুর ১২ ঘটিকায় লংগদু উপজেলার একমাত্র বৃহত্তম  বাজার মাইনীমুখ বাজারে ভোক্তা অধিকার  আইন ২০০৯ অভিযান পরিচালনা করেন উপজেলা  নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার কফিল উদ্দিন মাহমুদ। 


এ সময় অতিরিক্ত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে বিভিন্ন দোকান এবং গুদামে অভিযান চালানো হয়। সেই সাথে ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় করা, মেয়াদ উত্তীর্ণ পণ্য  সহ অন্যান্য বিষয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। 

ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় ওসুধের ধার্যকৃত অধিক মূল্য নেওয়ায়  মাইনীমুখ বাজারের মাষ্টার ফার্মেসী পল্লী চিকিৎসক আলাউদ্দিনকে ১৫ হাজার টাকা জরিমানা ও ইছামতি স্টোর মোঃ ফারুককে পন্যের মেয়াদ  উত্তীর্ণ হওয়ায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে উল্লেখ করে সবাইকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের জন্য আহ্বান জানিয়ে ধার্য মূল্যের অধিক মূল্য না নেয়া ও মেয়াদ উত্তীর্ণ পণ্য না বিক্রি করা  ব্যবসায়ীদের সতর্ক করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ।
সর্বশেষ সংবাদ
আগামীকাল ঢাকায় আজহারীর মাহফিল, বিশাল প্রস্তুতি

আগামীকাল ঢাকায় আজহারীর মাহফিল, বিশাল প্রস্তুতি