মোঃ মামুন, জেলা প্রতিনিধি, ভোলা
ভোলায় ২ টি বিদেশী আগ্নেয়াস্ত্র ১০ রাউন্ড তাজা গোলা, বিপুল পরিমান দেশীয় অস্ত্র এবং বিভিন্ন ধরনের মাদকসহ ৬ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন।
আজ রবিবার দুপুরে ভোলা কোস্টগার্ড স্টাফ অফিসার অপারেশান্স লেঃ কমান্ডার রিফাত আহমেদ প্রেস ব্রিফিংয়ে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কোস্টগার্ড প্রতিনিয়ত মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরে কোস্টগার্ড দক্ষিনজোন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশ যৌথভাবে ভোলা সদরে মুন্সিরচর, উকিলপাড়া, মুসলিম পাড়া এবং গুইগারহাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২ টি বিদেশী পিস্তল, ১০ রাউন্ড তাজা গোলা ও বিপুল পরিমাণ দেশিয় অস্ত্র ও ১৬৬ বোতল ফেনসিডিল, ৫ টি গ্রিফ ওয়াটার, ১২০ পিস ইয়াবা, দেড় কেজি গাঁজা, ২ টি ল্যাপটপ, ১ টি পাসপোর্ট, ২ টি পেনড্রাইভ, ২ ড্রাইভিং লাইসেন্স এবং নগদ চার লক্ষ বাষট্টি হাজার ষাট টাকা সহ ৬ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ীরা হলেন, রাসেল, পাভেল বিশ্বান , গৌতম বনিক , লিটন , মাহবুব এবং পারুল বেগম। তারা ভোলা জেলার সদর উপজেলার বাসিন্দা।