, রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫ , ২৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ


দূর্গম পাহাড়ে চিকিৎসা সেবা ও শীতবস্ত্র বিতরণ করেন লংগদু জোন

  • আপলোড সময় : ১৮-০১-২০২৫ ১০:১৮:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০১-২০২৫ ১০:১৮:৫৬ অপরাহ্ন
দূর্গম পাহাড়ে চিকিৎসা সেবা ও শীতবস্ত্র বিতরণ করেন লংগদু জোন
মঞ্জুরুল ইসলাম লিটন লংগদু, রাঙামাটি প্রতিনিধিঃ 

‘শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন’ এই মূলমন্ত্রকে সামনে রেখে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি এলাকায় কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। বিশেষ করে তিন পার্বত্য জেলার দুর্গম এলাকাগুলোতে চিকিৎসার অভাবে দিনাতিপাত করা মানুষের পাশে সব সময়ই দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। যে কোনো মহামারির সময় ও দুর্গমবাসী সেনাবাহিনীকে কাছে পায়। 


এ ধারাবাহিকতায় ১৮ জানুয়ারি শনিবার  প্রায়ই  ২২ কি.মিটার পথ যেখানে  পৌঁছাতে প্রায় অর্ধবেলা কেটে যায়। যোগাযোগ ও  নেটওয়ার্ক বিচ্ছিন্ন এলাকা, নেই  কোন চিকিৎসা সেবা কেন্দ্র বা  ফার্মেসী। অসহায় দরিদ্র খেটে খাওয়া মানুষের কথা চিন্তা করে, পাহাড়ী জনপথ অতিবাহিত করে প্রায় তিন শতাধিক পাহাড়ী জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে ওষুধ সহ শীতবস্ত্র ও নগদ অর্থ প্রদান করে বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোন। 


রাঙামাটি জেলাধীন লংগদু উপজেলার দক্ষিণ ইয়ারিংছড়ি এলাকার লেবুছড়ি গ্রামের সাধারণ মানুষের কষ্টের  খবর শুনে ছুটে যায় লংগদু জোন।  যেখানে রয়েছে দীর্ঘ দিনের হাত পা পঁচা, হাড় ভাঙ্গা সহ নানা রুগী, চিকিৎসা অভাবে কষ্ট পাচ্ছে তারা। বাস্তবিক চিত্রেও তা ফুটে  উঠেছে গ্রামটিতে।  অনেকের  আগুনে পোড়া হাত, কাটা পা, পঁচা পায়ের গোড়ালি নিয়ে প্রাচীনকালের ন্যায় কবিরাজি বা বনাজি ওষুধ সেবন করে বিকলাঙ্গ করেছে শরীরের বিভিন্ন অঙ্গ।

 
এমন অবস্থায় লংগদু জোনের জোন অধিনায়ক লে.কর্নেল হিমেল মিয়ার নির্দেশনায়, অত্র জোনের উপ-অধিনায়ক মেজর হোসাইন মোহাম্মদ মারুফ এর নেতৃত্বে, মেডিকেল অফিসার ক্যাপ্টেন হাসিবুল হক অর্নব এসকল রুগীদের চিকিৎসা সেবা প্রদান বিনামূল্যে ওষুধ ও শীতবস্ত্র বিতরণ করেন।
চিকিৎসা সেবা ও শীতবস্ত্র পেয়ে আনন্দ উল্লাসে মেতেছে অসহায় পাহাড়ী জনগোষ্ঠী। এই প্রথম ভালো মানের ফ্রী চিকিৎসা সেবা, বিনামূল্যে ওষুধ ও শীতবস্ত্র হাতে পেয়ে, সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অসহায় পাহাড়ি জনগোষ্ঠীরা।

 
জোন অধিনায়ক লে.কর্নেল হিমেল মিয়া বলেন, বাংলাদেশ সেনাবাহিনী আইনশৃঙ্খলা রক্ষার  পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম দুর্গম এলাকায় বিনামূল্যে মেডিক্যাল সহায়তা প্রদান কার্যক্রম পরিচালনা করে আসছে এবং এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
সর্বশেষ সংবাদ
আগামীকাল ঢাকায় আজহারীর মাহফিল, বিশাল প্রস্তুতি

আগামীকাল ঢাকায় আজহারীর মাহফিল, বিশাল প্রস্তুতি