, রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫ , ২৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ


গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ভোট স্থগিত করেছে ইসরায়েল

  • আপলোড সময় : ১৭-০১-২০২৫ ১১:৪৭:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০১-২০২৫ ১১:৪৭:১৫ পূর্বাহ্ন
গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ভোট স্থগিত করেছে ইসরায়েল
এবার গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ভোটাভুটি স্থগিত করেছে ইসরায়েলের মন্ত্রিসভা। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, হামাস সব শর্তে সম্মত না হওয়া পর্যন্ত ভোট স্থগিত করা হয়েছে।

এদিকে বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার সকালে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ইসরায়েলের মন্ত্রিসভায় ভোটাভুটি হওয়ার কথা ছিল। কিন্তু ভোটাভুটির কয়েক ঘণ্টা আগে হামাস শেষ মুহূর্তে চুক্তিতে কিছু নতুন বিষয় যুক্ত করতে চাইছে এমন অভিযোগ এনে ভোট স্থগিত করেছে ইসরায়েলের মন্ত্রিসভা।

বুধবার সন্ধ্যায় কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল-থানি দোহায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেন। পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আলাদাভাবে যুদ্ধবিরতির কথা নিশ্চিত করেছেন।
সর্বশেষ সংবাদ
আগামীকাল ঢাকায় আজহারীর মাহফিল, বিশাল প্রস্তুতি

আগামীকাল ঢাকায় আজহারীর মাহফিল, বিশাল প্রস্তুতি