, রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫ , ২৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ


গাজাকে নিজের পায়ে দাঁড় করাতে সব করবে তুরস্ক: এরদোয়ান

  • আপলোড সময় : ১৬-০১-২০২৫ ০৬:২৪:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০১-২০২৫ ০৬:২৪:০৫ অপরাহ্ন
গাজাকে নিজের পায়ে দাঁড় করাতে সব করবে তুরস্ক: এরদোয়ান
এবার গাজায় যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সেই সঙ্গে তিনি বলেছেন, গাজাকে নিজের পায়ে দাঁড়াতে সব করবে তার দেশ তুরস্ক। তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।
 
এদিকে যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় টানা ১৫ মাসের সংঘাতের পর বুধবার (১৫ জানুয়ারি) গাজায় দ্বিতীয় যুদ্ধবিরতি চুক্তিতে একমত হয় ইসরাইল ও ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। কাতারি ও মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, আগামী রোববার (১৯ জানুয়ারি) থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে।
 
যুদ্ধবিরতির ঘোষণায় গাজাবাসীর সঙ্গে সঙ্গে খুবই উচ্ছ্বসিত বিশ্বের বিভিন্ন দেশে থাকা ফিলিস্তিনিরা। যুক্তরাষ্ট্র, জর্ডান, মিশর, জার্মানি ও তিউনিসিয়াসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ফিলিস্তিনি ও স্থানীয় জনগণ এ চুক্তিকে বড় বিজয় হিসেবে উদযাপন করছেন।
 
যুদ্ধবিরতি চুক্তি নিয়ে এরই মধ্যে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র মিত্র তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, এই চুক্তি ফিলিস্তিনি ভাই-বোন এবং পুরো অঞ্চলের জন্য স্থায়ী শান্তি ও স্থিতিশীলতার পথ উন্মুক্ত করবে।

এরদোয়ান এক এক্স (আগের নাম টুইটার) পোস্টে বলেন, তুরস্ক হামাস ও ইসরাইলের মধ্যে এই যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানায়। তুরস্ক আগেও যেমন গাজার পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে এবং গাজাকে তার নিজের পায়ে দাঁড়াবে সব রকম সহায়তা করবে। এরদোয়ান গাজার জনগণের সাহসিকতার প্রশংসা করে বলেন, ‘আমরা ইসরাইলের অবৈধ ও অমানবিক আক্রমণের বিরুদ্ধে নিজেদের ভূমি ও স্বাধীনতা রক্ষায় বীরত্বপূর্ণ গাজার জনগণকে স্যালুট জানাই’। 
সর্বশেষ সংবাদ
আগামীকাল ঢাকায় আজহারীর মাহফিল, বিশাল প্রস্তুতি

আগামীকাল ঢাকায় আজহারীর মাহফিল, বিশাল প্রস্তুতি