, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


সিইসির মৃত্যুর পর জানাজা না পড়ানোর ঘোষণা চরমোনাই অনুসারীদের

  • আপলোড সময় : ১৭-০৬-২০২৩ ১২:০৫:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৬-২০২৩ ১২:০৫:৪৪ অপরাহ্ন
সিইসির মৃত্যুর পর জানাজা না পড়ানোর ঘোষণা চরমোনাই অনুসারীদের
এবার বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী সৈয়দ ফয়জুল করীমের ওপর হামলার প্রতিবাদে ও নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে পটুয়াখালীতে বিক্ষোভ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

গতকাল শুক্রবার ১৬ জুন সকালে বিক্ষোভ শেষে পৌর শহরের পুরাতন আদালত মাঠে সমাবেশ করেন তারা। এ সময় প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) মৃত্যুর পর তার জানাজা না পড়ানোর ঘোষণা দেওয়া হয়।
 
এদিন সমাবেশে জেলা শাখার সহ-সভাপতি আলহাজ মাওলানা আবুল হাসান বুখারী বলেন, যে সিইসি বলেছেন সায়েখ চরমোনাই কী ইন্তেকাল করেছন, সেই সিইসি একদিন না একদিন ইন্তেকাল করবেন। কিক্তু বাংলার কোনো হাক্কানি আলেম চরমোনাইয়ের কোনো অনুসারী ওই সিইসির জানাজা পড়বে না, পড়াবেও না।
 
বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন- জেলা শাখার সহ-সভাপতি হাওলাদার মোহাম্মাদ সেলিম মিয়া, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হেদায়েতুল্লাহ বোখারী, জাতীয় শিক্ষক ফোরামের জেলা সভাপতি আনছার উল্লাহ আনসারীসহ অন্যরা।
 
এদিন বিক্ষোভ সমাবেশ শেষে পুরাতন আদালত মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পিডিএস মাঠে গিয়ে শেষ হয়।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস