, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


সাকিব-রাসেলদের পেছনে খরচ ৬ কোটি টাকা

  • আপলোড সময় : ১৭-০৬-২০২৩ ১২:০৩:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৬-২০২৩ ১২:০৩:০২ অপরাহ্ন
সাকিব-রাসেলদের পেছনে খরচ ৬ কোটি টাকা ছবি : সংগৃহীত
কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে দল পেয়েছেন সাকিব আল হাসান। এই আসরে মন্ট্রিল টাইগার্সের হয়ে খেলবেন বাংলাদেশি অলরাউন্ডার। এ দলে আছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল ও অস্ট্রেলিয়ার ক্রিস লিন। ভারতের সবচেয়ে সফল স্পিনার হরভজন সিংও এ মৌসুমে ব্র্যাম্পটন উলভসের হয়ে খেলবেন, সতীর্থ নিউজিল্যান্ড অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোম। 

এদিকে মার্কি ক্যাটাগরিতে থাকা সাকিবসহ এ তারকা ক্রিকেটারদের নিতে ফ্র্যাঞ্চাইজিদের খরচ হয়েছে প্রায় ৬ কোটি টাকা। জানা যায়, টরোন্টো ন্যাশনালসে লিজেন্ডারি অলরাউন্ডার শহীদ আফ্রিদি খেলবেন নিউজিল্যান্ডের বিগ হিটার কলিন মুনরোর সঙ্গে। এছাড়া ক্রিস গেইল ও শোয়েব মালিককে নিয়ে লড়বে নবাগত মিসিসাউগা প্যান্থার্স।

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ তিন বছর পর শুরু হবে ২০ জুলাই। ওন্টারিওতে চলবে ৬ আগস্ট পর্যন্ত। প্রথম দুই আসর হয়েছিল ২০১৮ ও ২০১৯ সালে। পর বেতন নিয়ে ঝামেলা ও করোনা মহামারির কারণে তিন বছরেও তৃতীয় আসর মাঠে গড়ায়নি। এবার খেলবে ৬টি দল। প্রতিটি দলে মার্কি খেলোয়াড় থাকবেন দুজন। তাছাড়া কানাডার জাতীয় দল থেকেও খেলবেন তিনজন করে। পাশাপাশি উদীয়মান কানাডিয়ান খেলোয়াড় থাকবেন তিনজন। ১৮ দিন ধরে ম্যাচ খেলা হবে মোট ২৫টি।
সর্বশেষ সংবাদ
নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

নির্বাচন যত দেরিতে হবে, ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান