, রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫ , ২৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ


শ্রীনগরে পাওনা টাকা চাওয়াতে ভগ্নিপতিকে পিটিয়ে আহত

  • আপলোড সময় : ১৫-০১-২০২৫ ০৮:২৭:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০১-২০২৫ ০৮:২৭:১০ অপরাহ্ন
শ্রীনগরে পাওনা টাকা চাওয়াতে ভগ্নিপতিকে পিটিয়ে আহত

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের শ্রীনগরে পাওনা টাকা চাওয়াতে ভগ্নিপতিকে পিটিয়ে গুরুত্বর আহত করা হয়েছে।

গত রোববার সকাল ৮টার দিকে উপজেলার হাসাড়া ইউনিয়নের উত্তর হাসাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহত রুবেল তালুকদারকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। এঘটনায় আহত রুবেল বাদী হয়ে হামলাকারী সুমন্দি মালা মোল্লাকে প্রধান বিবাদী করে ৬জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেন। 

অভিযোগ সুত্রে জানা যায়, গত রোববার সকালে রুবেল তালুকদার পার্শ্বে শ্বশুর আলী মোল্লার বাড়ীতে গিয়ে সুমন্দি মালা মোল্লার কাছে তার পাওনা চায়। এতে উত্তেজিত হয়ে সুমন্দি মালা মোল্লাসহ একই এলাকার বাদশা খালাশী,শহিদ মোল্লা, স্ত্রী নিলুফা বেগম, হুমায়ুন মোল্লা, দেলু মোল্লা ও মাসুদ মোল্লাসহ আরো অজ্ঞাত নামা লোকজন ভগ্নিপতি রুবেলের উপর অতর্কিত হামলা চালিয়ে তাকে হত্যার উদ্দেশ্য লাঠি, লোহার রড দিয়ে গুরুত্বর আহত করে। রুবেলের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। 

 

অভিযোগ তদন্তকারী অফিসার শ্রীনগর থানার এসআই গোলাম মোস্তফা বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সর্বশেষ সংবাদ
আগামীকাল ঢাকায় আজহারীর মাহফিল, বিশাল প্রস্তুতি

আগামীকাল ঢাকায় আজহারীর মাহফিল, বিশাল প্রস্তুতি