এবার লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় দহগ্রাম সীমান্তে কাঁটাতারের দুই কিলোমিটার জায়গায় মদের বোতল ঝুলিয়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (১৫ জানুয়ারি) সকালে দহগ্রাম সীমান্তের সরকার পাড়ার এলাকার বাংলাদেশ-ভারত প্রধান ৪১ নং পিলার এলাকায় বিএসএফ খালি বোতল ঝুলিয়ে দেন। এতে মানুষের মাঝে আবারো আতঙ্ক বিরাজ করছে।
জানা যায়, দহগ্রাম আঙ্গোরপোতার সরকার পাড়া সীমান্তে বিএসএফ কাঁটাতারের স্থানে অস্ত্র নিয়ে টহল জোরদার করেন। সন্ধ্যার পর থেকে লাইট ব্যবহার করে সার্বক্ষণিক মনিটরিং করছে।
এর আগে গত শুক্রবার সকাল থেকে বাংলাদেশ-ভারত প্রধান পিলার, উপ-পিলারের ৩৭ থেকে ৪৭ নম্বর এলাকায় প্রায় দুই কিলোমিটারের মধ্যে বিএসএফ ৪ ফুট উঁচু কাঁটাতারের বেড়া স্থাপন করে। এর ৬ দিন পর বুধবার বিএসএফ আবারো সেই কাঁটাতারের বেড়ায় বোতল ঝুলিয়ে দেয়। পরে বিজিবি ও সাধারণ মানুষ বাধা দিলে বিএসএফ কিছু অংশে বোতল ঝুলিয়ে দিয়ে চলে যায়।
এ বিষয়ে ৫১ বিজিবি অধিনায়ক লে. কর্নেল সেলিম আলদিন বলেন, ‘এটি নতুন কোনো স্থাপনা নয়। বেড়াটি প্রটেকশনের জন্য তারা বোতল ঝুলিয়ে দিয়েছে। যদি কেউ রাতের আঁধারে বেড়া তুলে নিয়ে যায় সেজন্য তারা শূন্যরেখায় বেড়া দিয়ে নিজেই টেনশনে আছেন, তাই তারা এই প্রটেকশনটি ব্যবহার করেছেন।’