, রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫ , ২৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ


বিষপানে প্রবাসীর স্ত্রীর মৃত্যু, ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রেমিক রাকিবের

  • আপলোড সময় : ১৫-০১-২০২৫ ০৫:২৬:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০১-২০২৫ ০৫:২৬:১৬ অপরাহ্ন
বিষপানে প্রবাসীর স্ত্রীর মৃত্যু, ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রেমিক রাকিবের
এবার নাটোরের গুরুদাসপুরে এক যুবক ও গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত যুবক উপজেলার খুবজীপুর গ্রামের আলতাব হোসেনের ছেলে রাকিব হোসেন ও গৃহবধূ একই উপজেলার পিপলা নতুন পাড়া মহল্লার আব্দুল আজিজের মেয়ে ও মালয়েশিয়া প্রবাসী মুক্তার হোসেনের স্ত্রী আতিয়া খাতুন। 
 
আজ বুধবার (১৫ জানুয়ারি) সকালে গৃহবধূ আতিয়া খাতুন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ও নিজ বাড়ী থেকে রাকিব হোসেনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, নিহত দুইজনের মধ্যে প্রেমের সস্পর্ক ছিল।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম সারোয়ার ও স্থানীয়রা জানায়, গতরাতে উপজেলার খুবজীপুর পিপলা গ্রামে গৃহবধূ আতিয়া খাতুন বিষপান করে। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।

মৃত্যুর খবর এলাকায় জানাজানি হলে খুবজীপুর গ্রামের রাকিব হোসেন তার নিজ বাড়িতে আত্মহত্যা করে। এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাকিব হোসেনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

এদিকে প্রাথমিকভাবে জানা যায় নিহত গৃহবধূ আতিয়া খাতুন ও রাকিব হোসেনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। প্রেম ঘটিত বিষয় নিয়ে তারা আত্মহত্যা করে থাকতে পারে। বিষয়টি তদন্তেরপর সঠিক কারণ জানা যাবে।
সর্বশেষ সংবাদ
আগামীকাল ঢাকায় আজহারীর মাহফিল, বিশাল প্রস্তুতি

আগামীকাল ঢাকায় আজহারীর মাহফিল, বিশাল প্রস্তুতি