কেসিসির ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপু হ-ত্যা'কান্ডে সরাসরি জড়িত গ্রেপ্তারকৃত ঋতু খুলনা সিটি করর্পোরেশনের ৪নং ওয়ার্ডের দেয়ানা মোল্লা পাড়ার সেলিম আকনের মেয়ে। ডিভোর্সি এই নারী এলাকায় কলগার্ল হিসেবে বেশ পরিচিত।
অপর দুইজনের একজন খুলনা সিটি করর্পোরেশনের ৪নং ওয়ার্ডের দেয়ানা মোল্লা পাড়ার জামাল শেখের ছেলে শেখ শাহরিয়ার ওরফে পাপ্পু (২৭)। এলাকায় শুটার পাপ্পু হিসেবে পরিচিতি আছে তার। তার সহযোগী ৬নং ওয়ার্ডের মধ্য কারিকর পাড়ার হায়দার সরদার অদুদের ছেলে গোলাম রসূল (২৫)।
গ্রেপ্তার তিনজন হত্যাকান্ডে সরাসরি জড়িতের প্রমান পেয়েছেন পুলিশ।