এবার জুলাই বিপ্লবে যেসব পুলিশ সদস্য গুলি করেছে ভিডিও দেখে সনাক্ত করে তাদের সবাইকে ধরা হচ্ছে- জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। খিলগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দফতর পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আন্দোলনের ফুটেজ দেখে অনেক পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। কাউকেই ছাড় দেয়া হয়নি। গ্রেফতার কার্যক্রম বন্ধ নেই উল্লেখ করে তিনি বলেন, কেউ যেন পালিয়ে যেতে না পারে নিয়মিত মনিটরিং চলছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ও নির্বাচনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে কাজে লাগাতে আরও দক্ষ করে তোলা হচ্ছে। এর আগে সকালে আনসার সদর দফতরে গার্ড অফ অনার দেওয়া হয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে।