, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


সৌদি আরবে ক্রিকেট প্রসারের দায়িত্ব পাচ্ছে পাকিস্তান

  • আপলোড সময় : ১৭-০৬-২০২৩ ১১:৪৮:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৬-২০২৩ ১১:৪৮:০৭ পূর্বাহ্ন
সৌদি আরবে ক্রিকেট প্রসারের দায়িত্ব পাচ্ছে পাকিস্তান
এবার সৌদি আরব ফুটবলের পর ক্রিকেটে জোর দিতে চাচ্ছে। তারা তাদের দেশে ক্রিকেটের প্রসার ঘটাতে চাচ্ছে। তৈরি করতে চাচ্ছে ক্রিকেট সংস্কৃতি। সব মিলিয়ে তারা আন্তর্জাতিক অঙ্গনে একটি শক্তিশালী দল গঠন করতে চাচ্ছে। আর সেটা করার দায়িত্ব দিতে যাচ্ছে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে।

দলটির মালিক নাদিম ওমর পেতে চাচ্ছেন এই দায়িত্ব। জানা গেছে, নাদিম ওমরকে এ সংক্রান্ত বিষয়ে আলোচনা এবং চুক্তি সম্পন্ন করতে আমন্ত্রণ জানিয়েছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। এই সাক্ষাৎতে ক্রিকেট প্রসারের চুক্তি সম্পন্ন হবে তিনি ও সৌদি আরবের মধ্যে।

এই চুক্তির মাধ্যমে গ্ল্যাডিয়েটর্সকে দায়িত্ব দেওয়া হবে সৌদি আরবের ক্রিকেট জাগরণের। কোয়েটা সৌদি আরবের জাতীয় দল গঠন করবে। সেক্ষেত্রে তারা তাদের খেলোয়াড়দেরও দলে নিতে পারবে। এছাড়া তারা সৌদি আরবের জন্য একটি শক্তিশালী ঘরোয়া ক্রিকেট কাঠামোও তৈরি করে দিবে।

তৃণমূল থেকে শুরু করে দেশটিতে ক্রিকেট সংস্কৃতি গড়ে তোলা, প্রতিভাবানদের পরিচর্যা করা এবং সর্বোপরি আন্তর্জাতিক ক্রিকেটে সৌদি আরবকে একটি শক্তিশালী দলে পরিণত করার দায়িত্ব দেওয়া হবে নাদিম ওমরকে। গতকাল শুক্রবার ১৬ জুন, ২০২৩ এই চুক্তি সম্পন্ন হবে বলে জানা যায়। এরপর আরও বিস্তারিত জানাবেন নাদিম ওমর।
সর্বশেষ সংবাদ
বিদ্যুতায়িত পিকনিকের বাস, প্রাণ গেল ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

বিদ্যুতায়িত পিকনিকের বাস, প্রাণ গেল ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর