, শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫ , ২৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ


ভোলায় চোরাই মালামালসহ ৪৮ মামলার আসামী গ্রেফতার

  • আপলোড সময় : ১৪-০১-২০২৫ ০৯:১০:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০১-২০২৫ ০৯:১০:০৩ অপরাহ্ন
ভোলায় চোরাই মালামালসহ ৪৮ মামলার আসামী গ্রেফতার
মোঃ মামুন, ভোলা জেলা প্রতিনিধি
ভোলায় চোরাই মালামালসহ ৪৮ মামলার আসামী দূর্ধর্ষ চোর বাবুল দেওয়ানকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ মঙ্গলবার সন্ধ্যায় জেলা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ভোলা সদর থানাধীন ভেলুমিয়া এলাকার জনৈক মোঃ আনোয়ার হোসেন এর বসত ঘরে গত ৮ জানুয়ারি  রাতে চুরির ঘটনায় ঘটে। এঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়। পরে ভোলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলা জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালায়। অভিযানে তথ্য প্রযুক্তির সহায়তায় ডাকাতি, চুরি এবং অন্যান্য মামলা সহ সর্বমোট ৪৮ টি মামলার দূর্ধর্ষ আসামী মোঃ বাবুল, ওরফে বাবুল দেওয়ানকে গতকাল সোমবার লালমোহন থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদ করলে সে উক্ত চুরির ঘটনায় জড়িত বলে স্বীকার করে। তার দেয়া তথ্য মতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে অভিযোগে বর্ণিত চোরাই মাল এবং নগদ টাকা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

 তার দেয়া তথ্য যেসব মালামল উদ্ধার করা হয়, স্বর্ণের ১ জোড়া পাতা কানের দুল। স্বর্ণের ১ জোড়া সুই সুতা কানের দুল। স্বর্ণের ২টি আংটি। স্বর্ণের একটি নাকফুল। রুপার ১ জোড়া নুপুর। রুপার ১টি ব্যাসলেট। রুপার ২টি বাচ্চাদের হাতের বলা। রুপার ১টি গলার চেইন। একটি পুরাতন মোবাইল ফোনসহ নগদ এক লাখ তিন হাজার পাঁচশত  (১০৩৫০০) টাকা উদ্ধার করা হয়।

 
সর্বশেষ সংবাদ
এবার আজহারীর মাহফিল ঢাকায়, চলছে প্রস্তুতি

এবার আজহারীর মাহফিল ঢাকায়, চলছে প্রস্তুতি