, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫ , ৩০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ


অভিনেত্রীর ডিভোর্স ফটোশুট নিয়ে তোলপাড়!

  • আপলোড সময় : ০২-০৫-২০২৩ ০৪:৩৮:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৫-২০২৩ ০৪:৩৮:১৫ অপরাহ্ন
অভিনেত্রীর ডিভোর্স ফটোশুট নিয়ে তোলপাড়!
বিয়ে নিয়ে ফটোশুট তো অনেকে দেখেছেন। কিন্তু ডিভোর্স ফটোশুট দেখেছেন কখনো? সে তো বিচ্ছেদ, সেখানে তো আনন্দ নেই। সম্প্রতি এমনই এক ফটোশ্যুট করে নেট দুনিয়ায় রীতি মতো সাড়া ফেলে দিয়েছেন শালিনী নামের এক দক্ষিণী অভিনেত্রী। বিয়ের ছবি ছিঁড়ে তিনি উদযাপন করেছেন বিবাহবিচ্ছেদ। তাঁর কাছে এটি মুক্তির নামান্তর। মুক্তির আনন্দেই তিনি আত্মহারা। বিয়ের আগের ছবি যদি পোস্ট করা যায়, তাহলে পরের ছবি নয় কেন? তাঁর মুক্তি যে আজ সর্বজনের মনের মাঝে।

ফটোশ্যুটের মাধ্যমে বিশেষ বার্তাও দিয়েছেন অভিনেত্রী। তাঁর কথায়, একটি তিক্ত বিবাহের বন্ধন থেকে বেরিয়ে আসাই শ্রেয়। কারণ ভাল থাকার অধিকার তো সবার আছে। ডিভোর্স কোনও ব্যর্থতা নয়। বরং একটা মোড় ঘোরানো পদক্ষেপ। একটা এতদিনের সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসতে সাহস লাগে। আর আমার এই পোস্ট সেই সব সাহসী মহিলাদের উৎসর্গ করলাম।

২০২০-এর জুলাইয়ে রিয়াজকে বিয়ে করেন অভিনেত্রী শালিনী। তাঁদের একটি কন্যাসন্তানও আছে, যার নাম রিয়া। সুখেই চলছিল তাদের সংসার। কিন্তু স্বামী মাঝে মধ্যেই মানসিক ও শারীরিকভাবে অত্যাচার করতো। সেই তিক্ততাকে আর এগিয়ে নিয়ে যাননি এই অভিনেত্রী। এরপরই ডিভোর্স। যা প্রকাশ পেলে ফটোশুটে। সূত্র- নিউজ১৮।
এইচএমপি ভাইরাস প্রতিরোধে বিমানবন্দরে সতর্কতা জারি

এইচএমপি ভাইরাস প্রতিরোধে বিমানবন্দরে সতর্কতা জারি