, শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫ , ২৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ


নানার বাড়ি বেড়াতে গিয়ে রিকশার ধা'ক্কা'য় শিশুর মৃ'ত্যু

  • আপলোড সময় : ১৪-০১-২০২৫ ১২:০৩:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০১-২০২৫ ১২:০৩:০৭ অপরাহ্ন
নানার বাড়ি বেড়াতে গিয়ে রিকশার ধা'ক্কা'য় শিশুর মৃ'ত্যু
সাইফুল ইসলাম(চট্টগ্রাম) 
বাঁশখালীতে অটোরিকশার ধাক্কায় আদিবা (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শীলকূপ ইউনিয়নের মাইজপাড়া ৬নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শিশু আদিবাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশু আদিবা উপজেলার চাম্বল ইউনিয়নের পূর্ব-চাম্বল ৯ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ মিজানের কন্যা।

স্থানীয় ও থানা পুলিশ সূত্র জানায়, ‘শিশু আদিবা চাম্বল ইউনিয়ন থেকে তার নানার বাড়ি শীলকূপে বেড়াতে আসেন। দুপুরে তার ভাইসহ অন্যান্য শিশুরা সড়কের পাশে থাকা অটোরিকশায় বসে খেলছিল।

রিকশাচালক গাড়িটি চাবিসহ রেখে পাশের দোকানে বসেন। এ সময় শিশু আদিবার বড় ভাই (প্রতিবন্ধি) গাড়ির চাবিতে হাত দিলে গাড়িটি অটো চালু হয়ে যায়। গাড়ির পাশে থাকা আদিবা ওই গাড়ির ধাক্কায় গাড়িসহ নালায় পড়ে যায়। এতে শিশুর ঘাড়ের রগ ছিঁড়ে যায়।

ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু আদিবাকে মৃত ঘোষণা করেন।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সর্বশেষ সংবাদ
এবার আজহারীর মাহফিল ঢাকায়, চলছে প্রস্তুতি

এবার আজহারীর মাহফিল ঢাকায়, চলছে প্রস্তুতি