হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
শুক্রবার (১৭ জুন) দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
হঠাৎ করে বুকে ব্যাথা অনুভব করলে খন্দকার মোশাররফ হোসেনকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালের চতুর্থ তলায় সিসিইউতে রয়েছেন।
বিএনপি নেতার ছেলে ড. খন্দকার মারুফ হোসেন গণমাধ্যমকে এসব তথ্য জানান।