, রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫ , ২৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ


‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে আ.লীগের ১৭ সেকেন্ডের মিছিল

  • আপলোড সময় : ১৩-০১-২০২৫ ০৭:২৯:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০১-২০২৫ ০৭:২৯:৩৭ অপরাহ্ন
‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে আ.লীগের ১৭ সেকেন্ডের মিছিল
এবার যশোরে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে ১৭ সেকেন্ডের মিছিল করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে যশোর শহরের ব্যস্ততম মুজিব সড়কে মিছিল করেন তারা।

এদিকে ১৭ সেকেন্ডের মিছিলের ভিডিওটি আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্ম কেন্দ্রীয় সংসদের কার্যকরী সদস্য আনোয়ারুল কবীরের ফেসবুক ওয়ালে বিকেল ৩টার দিকে শেয়ার করা হয়। ভিডিওতে দেখা যায়, মিছিলে ‘আজকের এই দিনে, মুজিব তোমায় মনে পড়ে’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়া হয়।

৯-১০ জনের মিছিলে নেতৃত্ব দেন যশোর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ আতিকুর বাবু। খোঁজ নিয়ে জানা গেছে, মিছিলটি যশোরের জুডিশিয়াল আদালতের পূর্ব পাশে মুজিব সড়ক থেকে বের হয়ে কালেক্টরেট মার্কেটের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে অংশগ্রহণকারীরা যশোরে বিএনপি অফিস পোড়ানো, হামলা, লুটপাট মামলার আসামি। তাদের আজ আদালতে হাজিরা ছিল। হাজিরা শেষে তারা এ মিছিল করেন বলে জানা গেছে।
সর্বশেষ সংবাদ
আগামীকাল ঢাকায় আজহারীর মাহফিল, বিশাল প্রস্তুতি

আগামীকাল ঢাকায় আজহারীর মাহফিল, বিশাল প্রস্তুতি