আরাফাত মিম, খুলনা:
ভিডিওতে দেখা যাচ্ছে গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলন দমনের উদ্দেশ্যে শটগান হাতে খুলনা উকিল বারের বর্তমান পলাতক সাবেক সভাপতি ও খুলনা সদর থানা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সাইফুল ইসলামকে। সাথে রেয়েছেন তার অনুসারী আইনজীবীরা। এ সময় বিপরীত দিক থেকে আসা বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারীদের মিছিলের উপর কয়েক রাউন্ড গুলিও চালান তিনি।
এ ঘটনায় গত ২১ সেপ্টেম্বর সদর থানায় এডভোকেট সাইফুল ইসলামকে প্রধান আসামি করে মোট ২৮ জনের নামে একটি মামলা রজু হয়।প্রশাসনিক ট্রাইব্যুনালের পিপি এডভোকেট মোঃ এমাম এ মামলার বাদী।
আজ ১২ জানুয়ারি খুলনা মহানগর দায়রা জজ আদালতে ওই মামলার ২৩ জন আসামি আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে তাদের মধ্য থেকে ৮ জন আইনজীবীর জামিন নামঞ্জুর করে বিজ্ঞ বিচারক তাদের কারাগারে প্রেরণ
করেন। কারাগারে প্রেরিত আইনজীবীরা হলেন এডভোকেট তমালকান্তি ঘোষ, এডভোকেট আব্দুল কুদ্দুস, এডভোকেট আল আমিন উকিল, এডভোকেট সোহেল পারভেজ, এডভোকেট সুমন্ত কুমার, শামীম আহমেদ পলাশ, এডভোকেট সাইদুর রহমান টুটুল ও অ্যাডভোকেট মেহেদী হাসান।
এ মামলার পাঁচ জন আসামী এখনো পলাতক রয়েছেন।