, রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫ , ২৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ


মাভাবিপ্রবিতে নারী শিক্ষার্থী হেনস্থা,অভিযুক্ত হল কর্মকর্তা

  • আপলোড সময় : ১২-০১-২০২৫ ০৬:০২:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০১-২০২৫ ০৬:০২:৪৯ অপরাহ্ন
মাভাবিপ্রবিতে নারী শিক্ষার্থী হেনস্থা,অভিযুক্ত হল কর্মকর্তা
আফজালুর রহমান আবির,মাভাবিপ্রবি প্রতিনিধি:

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হলের এক কর্মকর্তার কাছে হেনস্থার  শিকার হয়েছেন বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী।

এই বিষয়ে গত  (মঙ্গলবার) ভুক্তভোগী শিক্ষার্থী প্রক্টর অফিসে লিখিত অভিযোগ দায়ের করে।লিখিত অভিযোগ থেকে জানা যায়,ক্লাসের উদ্দেশ্যে যাওয়ার সময় ৭ জানুয়ারী সকাল ১০টায় কৃষ্ণচূড়া লেনের রাস্তা দিয়ে ক্লাসে যাচ্ছিলেন ভুক্তভোগী ঐ শিক্ষার্থী।পিছন থেকে একজন বাইক নিয়ে এসে আমার রাস্তা আটকে দেয় এবং  পরিচয় ও ধর্ম জানতে চায়। ২য় বার আমাকে এই পোষাকে দেখলে  ক্যাম্পাস থেকে বের করে দিবে, ভিসি স্যারের কাছে নিয়ে গিয়ে বহিষ্কার করাবে। নানাভাবে আমাকে হেনস্তা করতে থাকে পাশাপাশি হুমকি দেয়।



অভিযোগের বিষয়ে  ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।তদন্ত কমিটির প্রধান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড.মোহা. তৌহিদুল ইসলাম বলেন, আমরা তদন্ত শেষে ঘটনার সত্যতা পেয়েছি।দোষীও অপরাধ স্বীকার করেছেন। আমরা অতি দ্রুত বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা নিব।

অভিযুক্ত শেখ রাসেল হলের সহকারী রেজিস্ট্রার মো.হারুন অর রশিদ বলেন, আমি ওই মেয়েকে পর্দার বিষয়ে বলতে গিয়ে বাজে ভাবে কথা বলেছি। আমি এই ঘটনার জন্য লজ্জিত।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. আব্দুর রাজ্জাক বলেন, আমরা আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছি। এই বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
সর্বশেষ সংবাদ
আগামীকাল ঢাকায় আজহারীর মাহফিল, বিশাল প্রস্তুতি

আগামীকাল ঢাকায় আজহারীর মাহফিল, বিশাল প্রস্তুতি