, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫ , ৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ


আমি মানুষ কোনো দেবতা নই, আমারও ভুল হয়: মোদি 

  • আপলোড সময় : ১০-০১-২০২৫ ০৬:৩৩:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০১-২০২৫ ০৬:৩৩:১৮ অপরাহ্ন
আমি মানুষ কোনো দেবতা নই, আমারও ভুল হয়: মোদি 
এবার জেরোধার সহ-প্রতিষ্ঠাতা নিখিল কামাথ পিপিল বাই ডব্লিউটিএফ সিরিজে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে একটি পডকাস্ট তৈরি করেছেন। যেখানে মোদি তার ভুলের কথা অকপটে স্বীকার করেছেন। ওই পডকাস্টে মোদি বলেন, ভুল হবেই, কারণ আমি মানুষ, কোনো দেবতা নই। খবর এনডিটিভি
 
এদিকে পডকাস্টের ভিডিও প্রকাশের আগে, নিখিল কামাথ দুই মিনিটের একটি ট্রেলার প্রকাশ করেন। যেখানে নিখিল অনেক প্রশ্ন জিজ্ঞাসা করছেন, যার উত্তর দিচ্ছেন প্রধানমন্ত্রী মোদি।

পডকাস্টে নিখিল প্রধানমন্ত্রী মোদিকে প্রশ্ন করেছেন যে একজন যুবক যদি নেতা হতে চায়, তাহলে কি এমন কোনো প্রতিভা আছে যা পরীক্ষা করা যেতে পারে? এই প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী মোদি বলেন, ভালো মানুষের রাজনীতিতে আসা উচিত। এমন মানুষ যারা উচ্চাকাঙ্ক্ষা নিয়ে নয় মিশন নিয়ে আসে। 

পডকাস্টে মোদিকে বিশ্বে চলমান যুদ্ধ সম্পর্কেও জিজ্ঞাসা করা হয়। এ বিষয়ে প্রধানমন্ত্রী মোদি বলেন, এই সংকটের সময়ে আমরা ক্রমাগত বলে আসছি যে আমরা নিরপেক্ষ নই। তিনি বলেন, ‘আমি প্রতিনিয়ত বলছি যে আমি শান্তির পক্ষে।’

মোদিকে জিজ্ঞাসা করা হয় কেউ যদি দক্ষিণ ভারতের মধ্যবিত্ত পরিবারে বড় হয়ে থাকে এবং শৈশব থেকে বলা হয় যে রাজনীতি একটি নোংরা জায়গা। বিষয়টি আমাদের সমাজে এতটাই গভীরভাবে গেঁথে গেছে যে এটি পরিবর্তন করা খুবই কঠিন। এ নিয়ে মোদি বলেন, আপনি যা বলছেন, তা যদি হতেন, তাহলে আজ এখানে থাকতেন না।’
সর্বশেষ সংবাদ
মাত্র ১০৮ দিনে কোরআনের হাফেজ ৮ বছরের তামিম

মাত্র ১০৮ দিনে কোরআনের হাফেজ ৮ বছরের তামিম