, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫ , ৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ


নিলামে ১৬০০ টাকায় বিক্রি হলো একটি আম

  • আপলোড সময় : ১০-০১-২০২৫ ০৫:২১:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০১-২০২৫ ০৫:২১:০৫ অপরাহ্ন
নিলামে ১৬০০ টাকায় বিক্রি হলো একটি আম
এবার কিশোরগঞ্জে মসজিদে দান করা একটি আম উন্মুক্ত নিলামের মাধ্যমে ১৬০০ টাকায় বিক্রি হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) কিশোরগঞ্জের ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের লাইমপাশা পশ্চিমপাড়া বায়তুল-আমান জামে মসজিদে জুমার নামাজের আগে এ ঘটনা ঘটে। আমটি কিনেছেন মসজিদের ইমাম মাওলানা মাসুম বিল্লাহ।
 
মাওলানা মাসুম বিল্লাহ বলেন, ‘মসজিদে দানের জিনিসপত্রগুলো উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। এসব টাকা মসজিদের উন্নয়ন কাজে ব্যয় করা হয়। মসজিদের জিনিসপত্র কিনে নেওয়াতেও বরকত রয়েছে। বরকতের উসিলায় আমটা এত দামে কিনেছি।’

মুসল্লি আক্তার হোসেন বলেন, ‘মহল্লা থেকে মসজিদে দান করা সব কিছু জুমার নামাজের আগে নিলামে বিক্রি করা হয়। এতে অংশ নিয়ে মহল্লার মুসল্লিরা স্বেচ্ছায় অতিরিক্ত দামে কিনে নিয়ে যান। আমের পাশাপাশি আজ এক হালি ডিম ২০০ টাকায় বিক্রি হয়েছে। এসব টাকা মসজিদের উন্নয়ন কাজে ব্যয় করা হবে।’
সর্বশেষ সংবাদ
মাত্র ১০৮ দিনে কোরআনের হাফেজ ৮ বছরের তামিম

মাত্র ১০৮ দিনে কোরআনের হাফেজ ৮ বছরের তামিম