এবার তিক্ত স্মৃতি নিয়ে বাংলাদেশ ছাড়বেন অ্যালেক্স হেলস। বরিশালের বিপক্ষে ম্যাচ শেষে রংপুরের এই ইংলিশ ক্রিকেটারের সঙ্গে বাদানুবাদে জড়ান তামিম ইকবাল। হেলসের দাবি, তামিম তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছে, যা খুবই লজ্জাজনক। তবে এবারের বিপিএল দারুণ উপভোগ করেছেন হেলস। পেস, স্পিন এবং ব্যাটিং বিভাগে ভালো হওয়ায় ছয় ম্যাচের সবকটিতে জয় পেয়েছে রংপুর। ধন্যবাদ জানিয়েছেন সমর্থকদের।
বিপিএল শুরুর আগে ঢাকা ক্যাপিটালস আর রংপুর রাইডার্সের মাঝে কাড়াকাড়ি হয়েছিল ইংলিশ হার্ডহিটার অ্যালেক্স হেলসকে নিয়ে। কেনো তাকে নিয়ে এমন লড়াই হয়েছিল তার প্রমাণ এরই মধ্যে দিয়ে দিয়েছেন ব্যাট হাতে। স্বপ্নীল বিপিএল যাকে বলে। ৬ ম্যাচের জন্য এসেছেন রংপুর শিবিরে। বরিশালকে হারিয়ে ষষ্ঠ জয় পায় রংপুর। তবে এদিন সাউদার্ন আর্মিদের বিপক্ষে ম্যাচ জয়ের পর ডাগ আউটে ঘটেছে অনাকাঙ্ক্ষিত ঘটনা। ম্যাচ হারের পর বরিশাল অধিনায়ক তামিম ইকবাল বাজে ব্যবহার করেছেন হেলসের সঙ্গে এমন অভিযোগ ইংলিশ ব্যাটারের।
হেলস বলেন, 'এটা খুবই লজ্জাজনক। আমি জানি না কেনো সে এটাকে ব্যক্তিগতভাবে নিলো। সে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছে। এমন কিছু কথা বলেছে যা আমাকে কষ্ট দিয়েছে। তাকে বলার কিছু নেই। এটা লজ্জাজনক। এসব নিয়ে না ভেবে সামনে এগোতে চাই।'
বিপিএল অ্যাসাইনমেন্ট শেষ করে যোগ দেবেন আইএল টি-টোয়েন্টিতে। তার আগে বাংলাদেশে কাটানো দারুণ সময় নিয়ে উৎফুল্ল হেলস। ৬ ম্যাচে রান পেয়েছেন ২১৮। আছে একটি ১১৩ রানের অপরাজিত ইনিংস। স্ট্রাইক রেটটাও দেড়'শো ছাড়ানো। নিজের পারফরম্যান্স ছাপিয়ে দলের সাফল্যে খুশি হেলস। প্রত্যাশা রাখছেন শিরোপা জয়ের।
ইংলিশ এই ওপেনার বলেন, 'এটা অবশ্যই ভালো লাগার, আমি ব্যাটে রান পাচ্ছি। দলও দারুণ করছে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এক টানা ৬ ম্যাচ জেতা সত্যি অসাধারণ। দারুণ ১০টা দিন কাটিয়েছি। আমার মনে হয় স্কিলফুল বোলার আছে দলটায়। পেসার, স্পিনার, ব্যাটার সবাই ভালো ফর্মে আছে। এখানে আসলে ভালো লাগা কাজ করে। বিপিএলের মানও উন্নত হয়েছে। অন্য বিপিএলের তুলনায় এবার অনেক পেসার দেখছি। এর আগে স্পিনাররা রাজত্ব করতো। এখন ভালো স্পিনারের সাথে ভালো পেসারও আছে। ব্যাটার হিসেবে বেশি চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে।'
এদিকে বাংলাদেশি সমর্থকদের ভালোবাসায় মুগ্ধ ইংলিশ হার্ডহিটার। বারবার আসতে চান লাল সবুজের দেশে। হেলস বলেন, 'এটা চমৎকার। এখানকার সমর্থকরা বিশ্বের অন্যতম সেরা। তারা সব সময় আমাদের জন্য গলা ফাটায়। সমর্থন করে। সবাইকে ধন্যবাদ দিতে চাই।'