বর্তমান সময়ে ব্যাট হাতে দুর্দান্ত সময় কাটছে নাজমুল হোসেন শান্তর। সমালোচনার ঝড় পেছনে ফেলে উড়তে থাকা শান্তর ভেতরটা ভালোই বুঝেন মুমিনুল হক। মিরপুর টেস্টে জোড়া সেঞ্চুরির কীর্তি শান্তর। দীর্ঘ দিন পর সেঞ্চুরি পেলেন মুমিনুল নিজেও। শান্ত-মুমিনুলের ব্যাটে আফগানিস্তানের জন্য ৬৬২ রানের পাহাড়সম লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।
তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন মুমিনুল। ২৩৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করা বাংলাদেশ ৪ উইকেটে ৪২৫ রান তুলে ইনিংস ঘোষণা করে। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি শান্তর। মুমিনুল হকের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে একই টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি এই বাঁহাতির। সেঞ্চুরিটি হাঁকিয়েছেন আবার ক্রিজে মুমিনুলকে সঙ্গী করে।
১২৪ রানে শান্তবাউট হওয়ার পর মুমিনুল খেলেন অপরাজিত ১২১ রানের ইনিংস। ২৬ ইনিংস পর তিন অঙ্কের দেখা পেলেন সাবেক টাইগার কাপ্তান। একটা সময় টানা বাজে ফর্মে নেতৃত্ব হারান। এমনকি এক ম্যাচের ব্যবধানে বাদ পড়েন একাদশ থেকেও। সে সময়কার সমালোচনা তার ভালোই মনে আছে। যে কারণে খারাপ সময়ে শান্তর মনের অবস্থাও বুঝেন।
বাজে দিন পেছনে ফেলে দুরন্ত ফর্মে থাকা শান্তকে নিয়ে মুমিনুল বলেন, 'আমি নিজে এটার (সমালোচনা) মুখোমুখি করছি, এটা ভয়ংকর। যার মধ্যে দিয়ে যায় সেই বোঝে, আমার সময় মনে হয়েছে পুরো পৃথিবী একদিকে আমি আরেকদিকে। যার হয় সে ছাড়া কেউ বোঝে না, এর মধ্যে ঢুকতেও পারবেন না।'
তিনি বলেন, 'ওই সময় শুধু প্রসেস ঠিক রাখতে পারেন, বাকিটা আল্লাহ যখন দেওয়ার তখন রান দিবে। শান্ত প্রসেস ঠিক রাখছে জানিনা সাইকোলোজিলি করছে তবে আত্মবিশ্বাসী ছিল।' ধারাবাহিক ফর্মে থাকা শান্তর জন্য পরামর্শ দিতে গিয়ে যোগ করেন, 'সে তখনই বড় খেলোয়াড় হয় যখন ভালো ফর্ম চলতেই থাকে। রেগুলার পারফর্ম করা গুরুত্বপূর্ণ। ও যে প্রসেসে ছিল সেটাতে কন্টিনিউ করতে থাকুক, আর কিছু চিন্তা না করে।'
ক্রিজে থেকে শান্তর ব্যাটিং দেখেছেন। জোড়া সেঞ্চুরি হাঁকানো শান্তর মতো ব্যাটিং করার ইচ্ছে হয় বলেও জানান মুমিনুল। তবে বাস্তবিক কারণে সেটা পারেন না তাও স্বীকার করেছেন। তিনি বলেন, 'শান্তর ইনিংস দেখলে খেলা অনেক ইজি মনে হয়। নিজেরও মনে হয় ওভাবেই খেলি কিত্নু আমার ওভাবে খেলা ডিফিকাল্ট। শান্ত-লিটন দুজনের খেলা দেখতেই অনেক ভালো লাগে। শান্ত খারাপ বলটা বাউন্ডারি করে। এই গরমে যেভাবে খেলছে, দুইটা ১০০ অনেক বড় অর্জন।'