, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫ , ৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ


হজ এজেন্সির কোটা ১ হাজারই বহাল: ধর্ম উপদেষ্টা

  • আপলোড সময় : ০৯-০১-২০২৫ ০৬:২৩:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০১-২০২৫ ০৬:২৩:৫৮ অপরাহ্ন
হজ এজেন্সির কোটা ১ হাজারই বহাল: ধর্ম উপদেষ্টা
এবার হজ এজেন্সি কোটা এক হাজারই বহাল থাকবে। তবে কোনো হজ এজেন্সি এক হাজার হজযাত্রী পাঠাতে সক্ষম না হলে কয়েকটি এজেন্সি মিলে একটি লিড এজেন্সির মাধ্যমে ১ হাজার হজযাত্রী পাঠাতে পারবে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেল ৩টায় সচিবালয়ে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন ২০২৫ সনের হজ ব্যবস্থাপনার সর্বশেষ অগ্রগতি নিয়ে প্রেস কনফারেন্সে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘সৌদি সরকার এজেন্সি প্রতি কোটা দুই হাজার করেছিল। এর বিপরীতে প্রতি এজেন্সির জন্য ২৫০ জন করার প্রস্তাব করা হয়েছিল বাংলাদেশের পক্ষ থেকে। কিন্তু সৌদি সরকার সর্বনিম্ন এক হাজার অনুমোদন করেছে। এক্ষেত্রে ধর্ম মন্ত্রণালয়ের কোনো সংশ্লিষ্টতা নেই। এটি দুটি রাষ্ট্রের বিষয়।’
 
তিনি আরও বলেন, ‘তাই এ নির্দেশনা মেনে হজ এজেন্সিগুলোকে কাজ করতে হবে। লিড এজেন্সির কারণে সাথের এজেন্সিগুলো যদি কোনো সমস্যা করে তাহলে ব্যবস্থা নেয়া হবে সুনির্দিষ্ট অভিযোগ পেলে।’

ধর্ম উপদেষ্টা বলেন, ‘সরকার হজ এজেন্সিগুলোর সহায়তা চায়। কেননা এজেন্সি প্রতি কোটা বাংলাদেশের হাতে নেই। এটা সৌদি সরকার নির্ধারণ করে। এখন কোন কোন এজেন্সি যদি হজযাত্রী না পাঠায় তাহলে বাংলাদেশের ক্ষতি হবে, ভাবমূর্তি সংকট হবে। কেননা হজযাত্রী না পাঠালে সৌদি সরকারের কিছু যায় আসে না। তারা বাংলাদেশকে তালিকা থেকে বাদ দিয়ে দিতে পারে। এর আগে ইরান যায়নি, এতে তাদের কিছু হয়নি। বাংলাদেশ সরকারের হাতে থাকলে তো এজেন্সি প্রতি ৫০ জন করে দিতাম।’
 
ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘হজ এজেন্সিগুলোর নেতৃবৃন্দের সাথে আলোচনা করে সমস্যার সমাধান করা হবে। ১লাখ ২৭ হাজারের মধ্যে এ বছর ৮৭ হাজার ১শ রেজিস্ট্রেশন করেছে। এরই মধ্যে এজেন্সিগুলোর জমা দেয়া  ৭৪ মিলিয়ন সৌদি রিয়েল সৌদি সরকারের কাছে পাঠানো হয়েছে। গত বছর ২৫৯ টি লিড এজেন্সি ছিল।’
সর্বশেষ সংবাদ
মাত্র ১০৮ দিনে কোরআনের হাফেজ ৮ বছরের তামিম

মাত্র ১০৮ দিনে কোরআনের হাফেজ ৮ বছরের তামিম