, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫ , ৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ


ইসলামী ব্যাংক এজেন্ট শাখায় রাতের আধারে ভল্ট কেটে টাকা চুরি

  • আপলোড সময় : ০৯-০১-২০২৫ ০৫:৩৫:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০১-২০২৫ ০৫:৩৫:২৯ অপরাহ্ন
ইসলামী ব্যাংক এজেন্ট শাখায় রাতের আধারে ভল্ট কেটে টাকা চুরি
সেলিম রেজা, মেহেরপুর প্রতিনিধি :
মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর বাজারে ইসলামী ব্যাংক এজেন্ট শাখায় রাতের আধারে একদল চোর ভল্ট কেটে টাকা চুরি সংঘটিত করে। ব্যাংকের জানালার গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে ভল্ট ভেঙে ভিতরে থাকা ৬ লাখ ৩৩ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। আজ বৃহস্পতিবার সকালে ব্যাংক খুলে এঘটনা দেখে পুলিশ কে খবর দিলে পুলিশ ও ডিবির সদস্যরা ভিতরে ঘটনাস্থল পরিদর্শন করেন। চোরের দল ব্যাংকে সিসি ক্যামেরার হার্ড ডিক্স সহ নিয়ে গেছে বলে জানান।

দারিয়াপুর বাজারে ইসলামী ব্যাংক এজেন্ট শাখাটি একটি বিল্ডিং এর ২য় তলায় অবস্থিত।
ব্যাংকের শাখা ম্যানেজার আব্দুল গাফফার জানান, বুধবার নিয়মিত ব্যাংকিং লেনদেন শেষে ব্যাংক বন্ধ করা হয়। এসময় ব্যাংকের লকার ঘরে ভল্টে ৬ লাখ ৩৩ হাজার টাকা রাখা ছিলো। সকালে খবর পাই ব্যাংকের জানলার গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে ভল্ট ভেঙে টাকা নিয়ে গেছে চোরের দল। ব্যাংকটি সিসি ক্যামেরায় নিয়ন্ত্রিত ছিলো। চোরের দল সিসি ক্যামেরার হার্ড ডিক্স টাও খুলে নিয়ে গেছে। পরে পুলিশ কে খবর দিলে পুলিশের কয়েকটি টিম ঘটনাস্থলে আসে। এঘটনায় মুজিবনগর থানায় একটি মামলার প্রস্তুতি চলছে। এদিকে চুরি সংঘটিত হওয়ার ঘটনায় জিজ্ঞেসাবাদের জন্য স্থানীয় বাজারের নাইটগার্ড ও ব্যাংকের একজন অফিস সহকারী কে পুলিশ থানায় নিয়েছে।

ব্যাংকে চুরির ঘটনার বিষয়টি নিশ্চিত করে মুজিবনগর থানার অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান জানান, রাতে একদল চোর ব্যাংকটির পিছন সাইডের জানালার গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে ভল্টে থাকা টাকা নিয়ে যায়। ঘটনার পর পুলিশ ডিবি ও গোয়েন্দা সংস্থার একাধিক টিম কাজ শুরু করেছে।
স্থানীয়রা জানান, দারিয়াপুর বাজারে ব্যাংকটি একটি বিল্ডিং এর ২য় তলায় অবস্থিত। সকালে বাজারে এসে জানতে পারি ব্যাংকে চুরি সংঘটিত হয়েছে। ব্যাংকে এসে দেখলাম গ্রীল কেটে টাকা চুরি করে নিয়ে গেছে।
অন্যদিকে ব্যাংকে চুরি সংঘটিত হওয়ার ঘটনায় আজ ব্যাংকিং সকল ধরনের সেবা ও লেনদেন বন্ধ রাখা হয়েছে।
 
সর্বশেষ সংবাদ
মাত্র ১০৮ দিনে কোরআনের হাফেজ ৮ বছরের তামিম

মাত্র ১০৮ দিনে কোরআনের হাফেজ ৮ বছরের তামিম