এবার বোলিং অ্যাকশনে ত্রুটি থাকায় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) আয়োজিত কোন টুর্নামেন্টে বোলিং করতে পারছেন না সাকিব আল হাসান! ইংল্যান্ডের পাশাপাশি আন্তর্জাতিক ও বাংলাদেশের বাইরের ঘরোয়া ক্রিকেটেও বোলিং করতে পারছেন না তিনি।
তারকা অলরাউন্ডার এ কারণে বোলিং পরীক্ষা দিতে হয়েছিল। সেই পরীক্ষায়ও পাশ করতে পারেননি তিনি। এমনটা জানিয়েছে বেসরকারি গণমাধ্যম যমুনা টেলিভিশন। জানা গেছে, লিখিতভাবে ফলাফল না জানতে পারায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারছে না।
এদিকে আইসিসির নিয়ম অনুযায়ী, অবৈধ বোলিং অ্যাকশনের ক্ষেত্রে টানা দুটি পরীক্ষায় অ্যাকশন ত্রুটিযুক্ত প্রমাণিত হলে সেই বোলারের পরের এক বছর কোনো পর্যায়ের ক্রিকেটেই আর বোলিং করতে পারার কথা নয়। সাকিব যেহেতু চেন্নাইয়েও ফেল করেছেন, সেক্ষেত্রে পরের এক বছর পর্যন্ত যেকোনো পর্যায়ের ক্রিকেটে তার বোলিং করতে পারার কথা নয়।
যদিও বিসিবির একটি সূত্র প্রথম আলোকে ভিন্ন একটি ব্যাখ্যাও দিয়েছে। সেটি হচ্ছে সাকিব আপাতত বোলিং করতে না পারলেও বোলিং অ্যাকশন ত্রুটিমুক্ত করতে কাজ চালিয়ে যেতে পারবেন। যে মুহূর্তে তার মনে হবে যে তিনি 'পরীক্ষা' দিতে প্রস্তুত, ঠিক সেই সময়ে আইসিসি অনুমোদিত কোনো সেন্টারে অ্যাকশনের পরীক্ষা দিতে পারবেন তিনি।
এক্ষেত্রে অ্যাকশনে ত্রুটি ধরা পড়লে পরের এক বছর বোলিং করতে পারবেন না এবং সেই সময়ে আর পরীক্ষাও দিতে পারবেন না। আরেকটি সূত্র বিসিবি থেকে জানিয়েছে, চেন্নাইয়ের পরীক্ষায় আসা ফেলের খবরটি সঠিক নাও হতে পারে। সেটি ‘টেকনিক্যাল এরর’ বা কারিগরি ত্রুটি থেকে হতে পারে। এমনটা হলে এই পরীক্ষার ফলাফল গণনা করা হবে না। তখন সাকিব আবারও ‘দ্বিতীয়’ পরীক্ষা দেয়ার সুযোগ পাবেন।