, রবিবার, ২০ এপ্রিল ২০২৫ , ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ


নভেম্বরে মোবাইল ইন্টারনেট গ্রাহক কমেছে ৪৪ লাখ

  • আপলোড সময় : ০৮-০১-২০২৫ ০৭:১৭:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০১-২০২৫ ০৭:১৭:০৫ অপরাহ্ন
নভেম্বরে মোবাইল ইন্টারনেট গ্রাহক কমেছে ৪৪ লাখ
গত নভেম্বর মাসে মোবাইল ইন্টারনেট গ্রাহক কমেছে ৪৪ লাখ। যা ২০২১ সালের আগস্টের পর ইন্টারনেট গ্রাহক সংখ্যা কমার সবচেয়ে বড় পতন। গত পাঁচ মাসে মোট ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ৯০ লাখ কমেছে।

এদিকে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির সবশেষ তথ্যে এ চিত্র উঠে এসেছে। বিশেষজ্ঞরা এই পতনের মূল কারণ হিসেবে সিম কার্ডে ভ্যাট বৃদ্ধিকে চিহ্নিত করেছেন। জুলাই মাসে সিম কার্ডে ভ্যাট ৫০ ভাগ বেড়ে ২০০ টাকা থেকে ৩০০ টাকায় পৌঁছায়। 

এদিকে, বর্তমান সরকার আবার মুঠোফোনে কর বাড়ানোর চিন্তা করছে। এনবিআরের জানিয়েছে, মোবাইল সেবায় নতুন করে ৩ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ হতে পারে। 

অপারেটররা জানিয়েছে, এই হারে সম্পূরক শুল্ক বাড়ানো হলে প্রতি ১০০ টাকা রিচার্জের বিপরীতে সরকার শুধু কর বাবদ পাবে প্রায় ৩০ টাকা। তরঙ্গ, লাইসেন্স ও অন্যান্য ফি থাকবেও।
আল-আকসা মসজিদ ভাঙার পরিকল্পনা ইসরায়েলিদের, সতর্কতা দিলো ফিলিস্তিন

আল-আকসা মসজিদ ভাঙার পরিকল্পনা ইসরায়েলিদের, সতর্কতা দিলো ফিলিস্তিন