এবার তাসকিনের বাউন্সে আঘাত পেয়ে মাঠ ছালেন আফগানিস্তান অধিনায়ক হাশমতুল্লাহ শাহীদি। মিডল-লেগ স্ট্যাম্পের মাঝে ধেয়ে আসা বাউন্স থেকে বাঁচার চেষ্টা করেছিলেন হাশমতুল্লাহ, কিন্তু রক্ষা হয়নি। বল আঘাত করে হেলমেটের পেছনে। সঙ্গে সঙ্গে মাটিয়ে বসে যান।
এগিয়ে আসেন লিটনরা, কথা বলতে দেখা যায় তার সঙ্গে। এরপর ফিজিও এলে তার সঙ্গে রিটায়ার্ডহার্ট হয়ে মাঠ ছাড়েন তিনি। ১৪ বলে ১৩ রান করেন হাশমতুল্লাহ। অথচ এর আগের বলেই দারুণ ফ্লিকে হাঁকিয়েছেন চার। ক্রিজে রহমত শাহর সঙ্গী জামাল।
এদিকে বিশাল লক্ষ্যে খেলতে নেমে প্রথম বলে উইকেট হারিয়েছে আফগানিস্তান। শরিফুলের ফুল বলে ফ্লিক করতে চেয়েছিলেন ইবরাহীম। বল ব্যাট মিস করে লাগে পায়ে। জোরালো আবেদনে সাড়া দেন আম্পায়ার। শূন্য রানে ফেরেন জাদরান। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টেস্ট ক্রিকেটের কোনো ইনিংসে প্রথম বলে উইকেট নেন শরিফুল।
এর আগে এই কীর্তি ছিল মাশরাফি বিন মুর্তজার। ২০০৭ সালে ভারতের ওয়াসিম জাফরকের টেস্টের প্রথম ইনিংসে তিনি আউট করেছিলেন। দ্বিতীয় ওভারে তাসকিন ফেরান আব্দুল মালিককে। তিনি উইকেটের পেছনে ক্যাচ দেন ৫ রানে। ৭ রানে ২ উইকেট হারালো আফগানিস্তান।
এদিকে ৬৬২ রানের লক্ষ্য দিয়ে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। ৪ উইকেটে ৪২৫ রানে ইনিংস ঘোষণা করেছে বাংলাদাদেশ। দুই সেঞ্চুরি দুই ফিফটিতে এই রান করে বাংলাদেশ। সর্বোচ্চ ১২৪ রান করেন শান্ত।
১২১ রানে অপরাজিত ছিলেন মুমিনুল। লিটন অপরাজিত ছিলেন ৬৬ রানে। এ ছাড়া ৭১ রান করেন জাকির। এর আগে বাংলাদেশ সর্বোচ্চ লক্ষ্য দিয়েছে ৪৭৭। জিম্বাবুয়ের বিপক্ষে ২০২১ সালে এই লক্ষ্য দিয়েছিল লাল সবুজের দল।