, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


মসজিদের সিড়িতে মিললো নবজাতক!

  • আপলোড সময় : ১৬-০৬-২০২৩ ০৩:৫৮:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৬-২০২৩ ০৩:৫৮:১৩ অপরাহ্ন
মসজিদের সিড়িতে মিললো নবজাতক!

বরিশাল নগরীর নবগ্রাম রোডে একটি মসজিদ থেকে নবজাতক উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা নবজাতককে বুধবার (১৪ জুন) বিকালে আগৈলঝাড়া উপজেলার ছোটমনি নিবাসে হস্তান্তর করা হয়।

মসজিদের মুয়াজ্জিন রফিকুল ইসলাম জানান, ১২ জুন সকালে মসজিদের দোতলায় ওঠার সিঁড়ির চত্বরে নবজাতককে দেখতে পান। তিনি নবজাতকে উদ্ধার করে তার স্ত্রীর কাছে নিয়ে যান এবং বিষয়টি কোতোয়ালী মডেল থানায় জানান।

তিনি আরও জানান, ১২ জুন সকাল থেকে ১৪ জুন দুপুর পর্যন্ত তার কাছেই ছিল নবজাতক। তার স্ত্রী এবং দুই শিশু কন্যা তাকে দেখভাল করছিল। বুধবার দুপুরে নবজাতককে থানায় সোপর্দ করে তার কাছে দত্তক দেওয়ার জন্য মৌখিক আবেদন জানান। কিন্তু পুলিশ নিয়ম মেনে আবেদন করার পরামর্শ দেন তাকে।

কোতোয়ালী মডেল থানার ওসি আনোয়ার হোসেন বলেন, নবজাতককে পাওয়ার পর বিষয়টি আমাদের জানানো হয়। কিন্তু সিটি কর্পোরেশন নির্বাচনের কারণে ব্যস্ততা থাকায় তার কাছে রাখতে বলা হয়। আজ সকালে বিষয়টি সমাজসেবা অধিদপ্তরকে জানালে আগৈলঝাড়া ছোটমনি নিবাস থেকে কর্মকর্তা আসেন। তাদের কাছে নবজাতককে হস্তান্তর করা হয়। তারা নবজাতককে নিয়ে সেখানে চলে যান।

রফিকুল ইসলামকে দত্তক দেওয়ার বিষয়ে জেলা প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ বলেন, বর্তমান দেশে দত্তক আইন নেই। আইনি অভিভাবক হতে পারবেন তিনি। এ জন্য তাকে সমাজসেবার সব নিয়মকানুন মেনে আবেদন করতে হবে। এরপর আদালতের মাধ্যমে শিশুটি তিনি পেতে পারেন কিনা তা সিদ্ধান্ত নেবেন বিচারক। এরপর বিচারক তার কাছে হস্তান্তর করলে ফলোআপ করবে সমাজসেবা।
সর্বশেষ সংবাদ
ভারতে মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা, গুলি করে তিন মুসলিমকে হত্যা

ভারতে মসজিদ ঘিরে ব্যাপক উত্তেজনা, গুলি করে তিন মুসলিমকে হত্যা