, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


হজ করতে এসে ১৩ বছর পর মায়ের দেখা পেল ছেলে

  • আপলোড সময় : ১৬-০৬-২০২৩ ০৩:১৪:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৬-২০২৩ ০৩:১৪:২৩ অপরাহ্ন
হজ করতে এসে ১৩ বছর পর মায়ের দেখা পেল ছেলে
এবার পবিত্র হজ পালন করতে এসে নিজ পরিবারের সাক্ষাত পেয়েছেন এক হজযাত্রী। আপন মা ও ভাইয়ের সাক্ষাত পেয়েছেন আবু হামজা নামে সিরিয়ার এক লোক। গত মঙ্গলবার ১৩ জুন মক্কায় সিরিয়া থেকে যুদ্ধাহত হজযাত্রীদের একটি কাফেলা পৌঁছলে এমন দৃশ্য দেখা যায়।

আল-জাজিরা মুবাশির সূত্রে জানা যায়, পবিত্র মক্কায় সিরিয়ার আবু ইয়াসিন তার ভাইয়ের জন্য অপেক্ষা করছিলেন। তিনি জানান, সিরিয়া থেকে যুদ্ধাহত একটি কাফেলায় তার মা ও ভাই রয়েছেন। কিছুক্ষণ পর তিনি তার ভাই ও মাকে খুঁজে পান। অশ্রুসিক্ত নয়নে তাদের সাক্ষাত ঘটে। দীর্ঘদিন পর সন্তানদের কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তাদের মা।

আবু হামজা ৫ বছর আগে রাশিয়ান হামলায় আহত হয়ে পা হারায়। এ বছর তিনি সিরিয়ান হজ কমিটি ও আবু তুর্কি ক্যাম্পেইনের তত্ত্বাবধানে পবিত্র হজ পালন করতে মক্কায় আসেন। 

গত ২০১৩ সাল থেকে সিরিয়ান হজযাত্রীদের নিয়ে কাজ করছে সিরিয়ান হায়ার হজ কমিটি। সংস্থাটি সিরিয়ার জাতীয় জোট (এসএনসি) ও বিরোধী পক্ষের লোকসহ হজ করতে আগ্রহীদের সৌদি আরব যাওয়ার ব্যবস্থা করে থাকে।

সম্প্রতি সৌদি প্রিন্স আবদুল আজিজ বিন ফাহাদ আবু তুর্কির অর্থায়নে সিরিয়ার শারীরিকভাবে আহত ও প্রতিবন্ধী ৫২২ জনের হজ করার ব্যবস্থা করা হয়। 
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস