, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫ , ৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ


বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, কারখানা ছুটি ঘোষণা

  • আপলোড সময় : ০৫-০১-২০২৫ ০২:২৪:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০১-২০২৫ ০২:২৪:৪৭ অপরাহ্ন
বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, কারখানা ছুটি ঘোষণা
এবার বাৎসরিক বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের জিরানী এলাকার বিক্ষোভ করেছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। রোববার (৫ জানুয়ারি) সকাল থেকে আইরিশ ফ্যাশন লিমিটেড নামের কারখানার শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। পরে আন্দোলনকারী শ্রমিকেরা আশপাশের কয়েকটি কারখানার ফটকে গিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে আশপাশের বেশ কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।
 
আন্দোলনকারী শ্রমিকেরা জানায়, আগে যাঁরা চাকরি নিয়েছেন, তারাও শ্রমিক, আমরা নতুন যাদের ৭-৮ মাস হয়ে গেছে, তারাও তো শ্রমিক। অন্যদের বেতন বৃদ্ধি করতে হলে আমাদেরও বেতন বৃদ্ধি করতে হবে। শ্রমিকরা আরও জানায়, নতুন শ্রমিক যাদের এক বছর পূর্ণ হয়নি, তাদেরও বেতন বৃদ্ধি করতে হবে। বেতন বৃদ্ধি করা না হলে আন্দোলন চালিয়ে যাবেন তারা।

গাজীপুর শিল্পাঞ্চলের সহকারী পুলিশ সুপার আবু তালেব জানান, বাৎসরিক বেতন বৃদ্ধির দাবিতে আইরিশ ফ্যাশন লিমিটেডের শ্রমিকেরা সকাল থেকে বিক্ষোভ শুরু করেন। তাদের বিক্ষোভের কারণে আশপাশের কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।
 
জানা গেছে, সরকারঘোষিত ৯ ভাগ বাৎসরিক বেতন বৃদ্ধিতে বলা আছে যাদের এক বছর পূর্ণ হয়নি, তাদের বেতন বৃদ্ধি করা হবে না। কিন্তু জিরানী এলাকার আইরিশ ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকেরা দাবি করেন, অন্যদের বেতন বৃদ্ধি করা হলে তাদেরও করতে হবে।
সর্বশেষ সংবাদ
মসজিদুল হারামে বিয়ে করলেন জনপ্রিয় অভিনেত্রী কুবরা

মসজিদুল হারামে বিয়ে করলেন জনপ্রিয় অভিনেত্রী কুবরা