, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫ , ৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ


নতুন বইয়ে শেখ হাসিনার পালানোসহ যেসব বিষয় যুক্ত হলো

  • আপলোড সময় : ০৫-০১-২০২৫ ১২:১২:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০১-২০২৫ ১২:১২:২৬ অপরাহ্ন
নতুন বইয়ে শেখ হাসিনার পালানোসহ যেসব বিষয় যুক্ত হলো
এবার ২০২৫ শিক্ষাবর্ষের পরিমার্জিত পাঠ্যবই থেকে বাদ পড়েছে গত বছরের বেশ কয়েকটি গল্প ও কবিতা। নতুন পাঠ্যবইয়ে নতুন করে যুক্ত করা হয়েছে গল্প-কবিতার পাশাপাশি ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান প্রসঙ্গ। নতুন বইয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের কথা যুক্ত করা হয়েছে। জায়গা পেয়েছেন জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাঈদ ও মুগ্ধ।

তবে বিভিন্ন শ্রেণির পাঠ্যবই থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা বাদ পড়েছে। নবম ও দশম শ্রেণির পাঠ্যবইয়ে ‘আমাদের নতুন গৌরবগাথা’ নামে গদ্যে যুক্ত করা হয়েছে ২০২৪ সালের ছাত্র আন্দোলন নিয়ে লেখা। এই লেখায় গণভবন দখল এবং শেখ হাসিনার দেশত্যাগের ঘটনা তুলে ধরা হয়েছে। লেখাটিতে উল্লেখ আছে, ‘সেদিন ৫ই আগস্ট ২০২৪, ৩৬শে জুলাই। বাংলাদেশের ক্যালেন্ডার জুলাইতে থেমে গেছে। ...আন্দোলনকারী ছাত্র-জনতা এক দফা দাবি পেশ করেছে।’

এতে আরো বলা হয়, ‘সারা দেশ থেকে মানুষ ঢাকায় ছুটছে। ঘেরাও করবে গণভবন। ...কারফিউ উপেক্ষা করে ঢাকার উত্তরার পথে মানুষের দেখা মিলল। যাত্রাবাড়ীর দিকে মানুষ জড়ো হতে থাকল ধীরে ধীরে। নামল মানুষের ঢল। জনতা গণভবনে পৌঁছে যায় দুপুর নাগাদ। পতন অত্যাসন্ন টের পেয়ে স্বৈরাচার সরকারপ্রধান পালিয়ে যান দেশ ছেড়ে।’

নবম ও দশম শ্রেণির বাংলা সাহিত্য বইয়ের রবীন্দ্রনাথের ‘দেনাপাওনা’, মোতাহের হোসেন চৌধুরীর ‘লাইব্রেরি’, জহির রায়হানের ‘বাঁধ’ গল্প বাদ গেছে। যুক্ত হয়েছে ‘একুশের গল্প’। সেলিনা হোসেনের ‘রক্তে ভেজা একুশ’, হুমায়ূন আহমেদের ‘নিয়তি’ এবং জাফর ইকবালের ‘তথ্য-প্রযুক্তি’ বাদ দেওয়া হয়েছে। নতুন যুক্ত হয়েছে ‘আমাদের গৌরবগাথা’। কবিতা থেকে বাদ দেওয়া হয়েছে সৈয়দ শামসুল হকের ‘আমার পরিচয়’; কবি নির্মলেন্দু গুণের ‘স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো’ এবং কামাল চৌধুরীর ‘সাহসী জননীর কথা’।
সর্বশেষ সংবাদ
মাত্র ১০৮ দিনে কোরআনের হাফেজ ৮ বছরের তামিম

মাত্র ১০৮ দিনে কোরআনের হাফেজ ৮ বছরের তামিম