এবার দেশের সব বিভাগেই বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে কোথাও কোথাও অতি ভারি বর্ষণ হতে পারে। আজ শুক্রবার ১৬ জুন সকাল ৯টা থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাস সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
এমন পরিস্থিতিতে চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; রংপুর, ঢাকা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রাজশাহী ও খুলনা বিভাগ ছাড়া দেশের কোথাও কোথাও ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
এদিকে, রংপুর, দিনাজপুর, নীলফামারী, যশোর, চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া জেলাসহ রাজশাহী বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া দেশের অন্যান্য জায়গায় তা সামান্য কমতে পারে। তবে সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
ঢাকায় আজ শুক্রবার সকাল থেকে দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে, যা অস্থায়ীভাবে দমকায় ঘণ্টায় ৩০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। এদিন সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ।
আজ শুক্রবার সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ ১৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে। এ ছাড়া নেত্রকোনায় ৮৮, কিশোরগঞ্জের নিকলিতে ৬৫, ময়মনসিংহে ৪৩, চট্টগ্রামের সন্দ্বীপে ৪২, মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও চট্টগ্রামের সীতাকুন্ডে ৩৮, ভোলায় ৩৭, বরিশালে ৩০, রাঙামাটিতে ২৮, রংপুরে ২৪, কুড়িগ্রামের রাজারহাটে ১৪ এবং ফেনী ও চট্টগ্রামে ১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
এ সময় ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, সিরাজগঞ্জের তাড়াশ, নীলফামারীর ডিমলা, কুমিল্লা, নোয়াখালীর মাইজদীকোর্ট ও হাতিয়া, কক্সবাজার, খুলনা, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা ও পটুয়াখালীসহ আরও বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। গতকাল বৃহস্পতিবার ১৫ জুন রাজশাহীতে দেশের সর্বোচ্চ ৪০.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ২১.৮ ডিগ্রি সেলসিয়াস কিশোরগঞ্জের নিকলিতে।