, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৬ ভাইয়ের করুণ মৃত্যু

  • আপলোড সময় : ০২-০৫-২০২৩ ০৩:৩৫:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৫-২০২৩ ০৩:৩৫:২৯ অপরাহ্ন
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৬ ভাইয়ের করুণ মৃত্যু
মধ্যপ্রাচ্যের সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৬ জনই সম্পর্কে আপন ভাই। নিহতদের নাম রিম, সালেম, মোহম্মদ, সৌদ, ইয়াহইয়া এবং হামদান বলে জানা গেছে। খবর গলফ নিজের। 

দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতদের বাবা-মা এবং আরও তিন ভাই বোন। অবস্থা খারাপ হওয়ায় তাদের সবাইকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। তবে অলৌকিকভাবে দুর্ঘটনার সময় গাড়িতে থাকা চার বছরের একটি শিশু কোনো আহত হওয়া ছাড়াই বেঁচে গেছে। নিহতদের মধ্যে সবার বড় ভাইয়ের বয়স ১৭ বছর। আর সবার ছোট শিশুটির বয়স ছিল মাত্রা আড়াই বছর।

জানা গেছে, দুর্ঘটনায় নিহতরা রোববার মদিনা থেকে আল বাহাতে ফিরছিলেন। তাদের বহনকারী গাড়িটি তাঈফ-আল বাহা সড়কে পৌঁছালে অপর একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। নিহত সবাইকে ওইদিনই আসর নামাজ শেষে সৌদির তাঈফে কবরস্থ করা হয় বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে জানানো হয়েছে।


নিহতদের ভাই মোহাম্মদ সেলিম আল-ঘামদি জানিয়েছেন, তার পরিবারের সদস্যরা মদিনা থেকে আল-বাহাতে ফিরছিলেন। ওই সময়ই এই করুণ দুর্ঘটনায় কবলে পড়েন তারা। তিনি বলেছেন, মদিনা থেকে আল-বাহাতে ফেরার সময় তাদের গাড়ি আল-বাহার সংযোগ সড়কের কাছে আসার পর দুর্ঘটনার শিকার হয়।

 
সর্বশেষ সংবাদ
বিদ্যুতায়িত পিকনিকের বাস, প্রাণ গেল ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

বিদ্যুতায়িত পিকনিকের বাস, প্রাণ গেল ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর