আরাফাত মিম, খুলনা:
খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীরা আজ শনিবার (৪জানুয়ারী) এক বিবৃতি পত্রে এ কথা জানান।
বর্তমানে সারাদেশে বিভিন্ন আলোচনা ও সমালোচনার ভেতর দিয়ে যাচ্ছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক ও ছাত্র প্রতিনিধিরা। বিভিন্ন ধরনের অনৈতিক চর্চায় জড়িয়ে পড়ছেন তাদের অনেকেই । এ কারণে ক্ষুন্ন হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সংশ্লিষ্ট প্রকৃত শিক্ষার্থীদের সম্মান এবং ম্লান হতে চলেছে তাদের অর্জন।
সম্প্রতি বিভিন্ন জায়গায় বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের ওপর হামলার ঘটনাগুলো তারই ইঙ্গিত বহন করে। চলমান এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য খুলনা বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে এ বিবৃতি পত্র প্রকাশ করা হয়েছে।
সেখানে তারা উল্লেখ করেন," অরাজনৈতিক ক্যাম্পাস খুলনা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ইতিহাসে কখনো সমন্বয়ক বা ছাত্র প্রতিনিধি নামক রাজনৈতিক পরিচয় ছিল না।
তারপরেও ক্যাম্পাস সংশ্লিষ্ট বিষয়াদি এতদিন সুষ্ঠুভাবে চলে আসছিল।
কোটা আন্দোলন শুরুর সময় থেকে বন্যা পরবর্তী সময়ে দেশের প্রয়োজনের সমন্বয়ক বা ছাত্র প্রতিনিধিসহ অনেকে নিয়োজিত ছিল যা প্রশংসার দাবিদার।
কিন্তু ঐতিহ্য ও ভাবমূর্তি রক্ষার্থে এবং বর্তমানে খুলনা বিশ্ববিদ্যালয়ের মতো অরাজনৈতিক ক্যাম্পাসে সমন্বয়ক বা ছাত্র প্রতিনিধির কোন প্রয়োজনীয়তা না থাকায় আমরা সাধারণ শিক্ষার্থীরা উপনীত হয়েছে যে ব্যক্তিকেন্দ্রিক কোন পরিচয় কখনোই এ ক্যাম্পাসে ছিলো না, থাকবেও না। খুলনা বিশ্ববিদ্যালয়ই আমাদের একমাত্র পরিচয় "