, শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫ , ২৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ


আইসিইউতে অভিনেতা মুশফিক আর ফারহান

  • আপলোড সময় : ০৪-০১-২০২৫ ০৫:০২:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০১-২০২৫ ০৫:০২:২১ অপরাহ্ন
আইসিইউতে অভিনেতা মুশফিক আর ফারহান
এবার গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ছোটপর্দার অভিনেতা মুশফিক আর ফারহান। শুক্রবার রাতে তাকে আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) নেয়া হয়। হাসপাতাল থেকে অভিনেতার অসুস্থতার বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন নির্মাতা ও প্রযোজক দীপু হাজরা।
 
তিনি বলেন, জ্বর ও শরীর ব্যথার কারণে অসুস্থ হয়ে পড়লে তাকে শুক্রবার হাসপাতালে নেয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে তাকে আরেকটি হাসপাতালে নেয়া হয়। এখন সেখানেই তার চিকিৎসা চলছে।

এদিকে অভিনেতার ঘনিষ্ঠ এক সূত্র জানায়, রাতে শুটিং শেষে বাড়িতে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন ফারহান। এসময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রচণ্ড শীত শীত অনুভূত হচ্ছিল তার। নাটকের প্রোডাকশন টিম দ্রুত ৫-৬টি কম্বল দিয়েও তার শীত নিবৃত করতে পারছিলেন না। এরপরই তাকে রাজধানীর আদাবর থানাধীন এলাকার হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্র বলছে, অভিনেতা মুশফিক আর ফারহান জ্বর ও শরীর ব্যথা নিয়ে এসেছিলেন। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে নেয়া হয়। আজ শনিবার (৪ জানুয়ারি) এই অভিনেতার একটি নাটকের শুটিং ছিল।  অভিনেতার অসুস্থতার কারণে শুটিং বাতিল করা হয়েছে।
সর্বশেষ সংবাদ
এবার আজহারীর মাহফিল ঢাকায়, চলছে প্রস্তুতি

এবার আজহারীর মাহফিল ঢাকায়, চলছে প্রস্তুতি