, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ , ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


কঠিন হবে সড়কপথে ঈদ যাত্রা

  • আপলোড সময় : ১৬-০৬-২০২৩ ১০:২৬:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৬-২০২৩ ১০:২৬:৩৫ পূর্বাহ্ন
কঠিন হবে সড়কপথে ঈদ যাত্রা
ঈদুল ফিতরের তুলনায় আসন্ন ঈদুল আজহায় সড়কপথের যাত্রা কঠিন হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এবারের ঈদে বৃষ্টি, সড়কের পাশে ফলের বাজার, পশুবাহী গাড়ি, ফিটনেসবিহীন গাড়ি এবং সড়কের পাশে অস্থায়ী পশুর হাট যানবাহন চলাচলকে বাধাগ্রস্ত করতে পারে। এতে যানজটও দীর্ঘ হতে পারে।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কর্যালয়ে আসন্ন পবিত্র ঈদুল আজহায় সড়কপথে যাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে এক বৈঠকে এমন আশঙ্কার কথা জানান সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এদিকে বৈঠকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘এবারের ঈদ যাত্রা আমাদের জন্য চ্যালেঞ্জ হবে। কারণ বর্ষা মৌসুমে বৃষ্টি হলেই গাড়ির গতি কমে যায়। আর গাড়ির গতি কমে গেলেই যানজট তৈরি হয়ে যাবে। আমাদের গলার কাঁটা গাজীপুরের বিআরটি প্রজেক্ট।

সেখানে একটু নজর দিতে হবে যেন যানজট না হয়। এ ছাড়া ঈদের আগে দুর্ঘটনা কম হলেও ঈদের পর ফিরতি যাত্রায় দুর্ঘটনা বেশি হয়। এদিকে নজরদারি বাড়তে হবে।’ বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের দিন, ঈদের আগে ও পরের তিন দিনসহ মোট সাত দিন সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে। ঈদের সময়ে সব পোশাক কারখানায় যেন একই সময়ে ছুটি না হয়, সমন্বয় করে ছুটি দিতে শ্রম মন্ত্রণালয় ও গার্মেন্ট মালিকদের বলা হয়েছে।

এ ছাড়া ঢাকা মহানগরীর ২১টি স্পষ্ট এবং দেশের অধিকতর যানজট ও গুরুত্বপূর্ণ এলাকা চিহ্নিত করা হয়েছে। এসব জায়গা যানজটমুক্ত রাখতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সড়ক ও জনপথ অধিদপ্তর এবং বিআরটিএর সমন্বয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। ঈদ উপলক্ষে সড়ক-মহাসড়কে ফিটনেসবিহীন ও ত্রুটিপূর্ণ গাড়ি চলাচল করতে পারবে না।

এদিকে সভায় হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি মো. শাহাবুদ্দিন খান বলেন, ‘এবারের ঈদে ঘরমুখো মানুষ যেমন রাজধানী ছাড়বে, একই সঙ্গে সড়কপথে গরুর ট্রাকও রাজধানীতে প্রবেশ করবে। ফলে সড়কপথে দ্বিগুণ চাপ থাকবে যানবাহনের।’

তিনি বলেন, ‘আমাদের এক জরিপে দেখা গেছে, মহাসড়কের কাছে পশুর হাট বসে ২১৩টি। এর মধ্যে ৫৫টি হাট বসে সড়কের খুবই কাছে, যেখানে যানজট তৈরি হয়। এ ছাড়া আমরা দেখেছি, সড়কের প্রায় ৭৭টি স্থানে যানজটপ্রবণ এলাকা আছে, যেখানে যানজট হতে পারে। তবে হাইওয়ে পুলিশ তাদের দায়িত্ব পালন করবে, যেন মানুষ নির্বিঘ্নে যাতায়াত করতে পারে।’

ঈদের সময় বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের কথা উঠলে সভায় বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ বলেন, ‘ঈদের সময় ছাড়া অন্য সময় সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে কম নেওয়া হয়। কিন্তু ঈদের সময় সরকার নির্ধারিত ভাড়াই নেওয়া হয়। বাড়তি ভাড়া আদায় করা হয় না।’

ঈদে ঢাকার লক্কড়ঝক্কড় বাস চলাচল করে মহাসড়কে, যেগুলো সড়কে নষ্ট হয়ে যানজট তৈরি করে। অনেক সময় দুর্ঘটনারও শিকার হয়। এ বিষয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নূরী বলেন, ‘বঙ্গবন্ধু সেতুর ওপর বাস নষ্ট হলে পুরো পথটাতেই যানজট লেগে যায়। পরিবহন মালিকদের বলব, আপনারা ঢাকা শহরের ফিটনেসবিহীন গাড়ি হাইওয়েতে চালাতে দেবেন না।’

এ সময় তিনি যাত্রীদের অনুরোধ করে বলেন, ‘ঢাকা শহরের  চলাচল করা গাড়িগুলো ভাড়া করে বাড়ি যাবেন না। বিভিন্ন ডিপোতে বিআরটিসির বাস থাকবে, সেগুলোতে করে যাবেন।’
সর্বশেষ সংবাদ