, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫ , ৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ


ভারতে ১৭ বাংলাদেশি গ্রেপ্তার

  • আপলোড সময় : ২৭-১২-২০২৪ ১২:৪১:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১২-২০২৪ ১২:৪১:৪১ অপরাহ্ন
ভারতে ১৭ বাংলাদেশি গ্রেপ্তার
এবার ভারতের মুম্বাইসহ মহারাষ্ট্রের একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে দেশটিতে অবৈধভাবে বসবাস করার অভিযোগে ১৭ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে মহারাষ্ট্র পুলিশ। এই ১৭ জনের মধ্যে ১৪ জন পুরুষ ও ৩ জন নারী। 

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) প্রকাশিত একটি প্রতিবেদনে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালিয়ে তাদের হদিশ পায়। গ্রেপ্তারকৃত দের কাছে ভারতে আসা বা থাকা নিয়ে কোনও বৈধ নথি না থাকায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

তদন্তকারীরা জানিয়েছেন, গ্রেপ্তারকৃতরা জাল নথি ব্যবহার করে দিনের পর দিন মহারাষ্ট্রে ছিলেন। আধার কার্ড ও প্যান কার্ডের জাল নথি ব্যবহার করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। ফরেনার্স অ্যাক্ট ১৯৪৬, পাসপোর্ট অ্যাক্ট ১৯৫০, পাসপোর্ট অ্যাক্ট ১৯৬৭ এর আওতায় অন্তত ১০ টি কেস দায়ের হয়েছে তাদের বিরুদ্ধে।

এর আগে, ত্রিপুরা থেকে একাধিক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয় অবৈধভাবে ভারতে থাকার জন্য। সদ্য ত্রিপুরার আগরতলা থেকে ৩ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়।
সর্বশেষ সংবাদ
মসজিদুল হারামে বিয়ে করলেন জনপ্রিয় অভিনেত্রী কুবরা

মসজিদুল হারামে বিয়ে করলেন জনপ্রিয় অভিনেত্রী কুবরা