, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫ , ৩০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ


সিরিয়ায় আসাদপন্থীদের হামলায় অন্তর্বর্তী সরকারের ১৪ কর্মকর্তা নিহত

  • আপলোড সময় : ২৬-১২-২০২৪ ০১:৩২:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১২-২০২৪ ০১:৩২:৫৮ অপরাহ্ন
সিরিয়ায় আসাদপন্থীদের হামলায় অন্তর্বর্তী সরকারের ১৪ কর্মকর্তা নিহত
এবার সিরিয়ায় ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল–আসাদের অনুসারীদের অতর্কিত হামলায় দেশটির বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১৪ জন কর্মকর্তা নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ১০ জন।

এদিকে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার (২৫ ডিসেম্বর) সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় তারতুস প্রদেশে এই হামলার ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন দেশটির অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আবদুল রহমান। তিনি হামলাকারীদের সাবেক আসাদ সরকারের ‘অংশ’ বলে বর্ণনা করেছেন।

ঘটনার সময় নিহত কর্মকর্তারা নিরাপত্তা ও বেসামরিক নাগরিকদের সুরক্ষায় দায়িত্ব পালন করছিলেন। এর বেশি কিছু জানানো হয়নি। মূলত, সেখানে গত বুধবার আলাউয়ি উপাসকদের একটি মাজারে কথিত হামলার একটি ভিডিও প্রচারিত হলে প্রতিবাদ করে জবাবদিহির আহ্বান জানায় বিক্ষোভকারীরা।

কিছু আলাউয়ি অঞ্চলে এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সম্প্রদায়ের সদস্যরা উদ্বেগ প্রকাশ করেছেন যে নতুন কর্তৃপক্ষ তাদের ধর্মীয় প্রতীক রক্ষায় যথেষ্ট কাজ করছে না। তবে নিরাপত্তা কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন, এই ধরনের ঘটনাগুলো বিচ্ছিন্ন ছিল এবং সতর্ক করে দিয়েছিল যে, পতিত সরকারের অবশিষ্টাংশগুলো বিভেদ ছড়াতে সাম্প্রদায়িক উপাদানগুলো ব্যবহার করতে পারে।
সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগ নিষিদ্ধ করো, করতে হবে: সারজিস

আওয়ামী লীগ নিষিদ্ধ করো, করতে হবে: সারজিস