, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ , ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ


২৩৬ রানের লিড নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

  • আপলোড সময় : ১৫-০৬-২০২৩ ০৪:১৬:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৬-২০২৩ ০৪:১৬:২৩ অপরাহ্ন
২৩৬ রানের লিড নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ ছবি : সংগৃহীত
বাংলাদেশের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে এবাদত হোসেনের বোলিং তোপে ফলোঅনে পড়ে আফগানিস্তান। প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৩৮২ রানের জবাবে সফরকারীদের প্রথম ইনিংস থামে ১৪৬ রানে। এর সুবাদে ২৩৬ রানের বিশাল লিড পায় বাংলাদেশ। ফলোঅনে পড়লেও আফগানদের ব্যাটিংয়ে পাঠায়নি বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। আফগানদের এই ভরাডুবির পেছনে সবচেয়ে বড় অবদান ছিলো পেসার এবাদত হোসেনের। একাই ৪ উইকেট নিয়েছেন তিনি। 

এছাড়া শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ নেন দুটি করে উইকেট। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দলীয় ১৮ রানে উইকেট হারায় আফগানরা। ব্যক্তিগত ৬ রানে শরিফুল ইসলামের বলে উইকেটের পেছনে লিটনের হাতে ধরা পড়েন ইব্রাহিম জাদরান।

এরপর দলীয় ২৪ রানে আবদুল মালিককে (১৭) ফেরান এবাদত হোসেন। এরপর রহমাত শাহকে (৯) ফিরিয়ে আফগান শিবিরে তৃতীয় আঘাত হানেনি এবাদত। হাশমতউল্লাহ শহীদি শরিফুল ইসলামের দ্বিতীয় শিকার হলে ৫১ রানে চতুর্থ উইকেট হারায় আফগানিস্তান। এরপর বেশ ভালোভাবেই এগোচ্ছিলেন নাসির জামাল ও আফসার জাজাই জুটি। নাসিরকে (৩৫) ফিরিয়ে আফসারের ৭৩ বলে ৬৫ রানের জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। পরের ওভারে এবাদতকে উড়িয়ে মারতে দিয়ে আউট হন আফসারও (৩৬)। আমির হামজাকে (৬) সাজঘরে ফেরান ডানহাতি এই পেসার। তাইজুল ইসলাম ফেরান ইয়ামিন আহমেদজাইকে (০)। চা বিরতির পর তাইজুল নিজাত মাসুদ আর মিরাজ করিম জানাতকে সাজঘরে অলআউট হয় আফগানিস্তান।

এর আগে নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি আর মাহমুদুল হাসান জয়ের হাফসেঞ্চুরিতে আফগানিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম দিনটি নিজেদের করে নেয় বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় দিনের শুরুতে মড়ক লাগে স্বাগতিকদের ইনিংসে। ৫ উইকেটে ৩৬২ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করা লিটন দাসের দল যোগ করে ২০ রান। মাত্র ৪৫ মিনিটে শেষ ৫ উইকেট হারিয়ে প্রথম ইনিংসে বাংলাদেশ অলআউট হয় ৩৮২ রানে। দিনের শুরুতে আউট হন মেহেদী হাসান মিরাজ। আগের দিনের স্কোরের সঙ্গে ৪৮ রানে আউট হলেন তিনি। এরপর মাত্র ৪ বলের ব্যবধানে আউট হন আগের দিনের অপরাজিত ব্যাটার মুশফিকুর রহিমও। ৪৭ রান আসে তার ব্যাট থেকে। মুশফিকের পর সাজঘরের পথ ধরেন তাইজুল ইসলাম (০)।

ইয়ামিনের বলে তাসকিন আহমেদ এলবিডব্লিউ হলে মাত্র ১৫ বলের ব্যবধানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। শরিফুল ইসলামকে ফিরিয়ে বাংলাদেশকে অলআউট করেন নিশাত মাসুদ। আফগানদের পক্ষে ৫ উইকেট শিকার করেন তিনি।
সর্বশেষ সংবাদ