, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫ , ৩০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ


এতিমখানার টাকা আত্মসাৎ সহ ময়মনসিংহে ৮ প্রকল্পে অর্থ লোপাট

  • আপলোড সময় : ২৩-১২-২০২৪ ০৯:৪৯:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-১২-২০২৪ ০৯:৪৯:৪৪ পূর্বাহ্ন
এতিমখানার টাকা আত্মসাৎ সহ ময়মনসিংহে ৮ প্রকল্পে অর্থ লোপাট
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় এডিপির ৮ প্রকল্পের ৭৫ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে উপজেলা প্রকৌশলী, প্রকল্প সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ঠিকাদারের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে প্রকল্পগুলো পরিদর্শন করে ঘটনার সত্যতা পেয়েছে দুদক। অর্থ লোপাটের ঘটনায় এতিমখানা ও স্কুলের টাকাও আত্মসাৎ করা হয়েছে। 

রোববার (২২ ডিসেম্বর) দুপুরে প্রকল্পগুলো পরিদর্শন করেছেন জেলা দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা। এসময় জেলা দুদকের সহকারী পরিচালক (এডি) বুলু মিয়া উপস্থিত ছিলেন।

৮ প্রকল্পের মধ্যে রয়েছে— ইছাইল উচ্চ বিদ্যালয় সংস্কারের জন্য ১০ লাখ টাকা, আন্ধারিয়াপাড়া বিডিএস দাখিল মাদ্রাসা সংস্কারে ১০ লাখ টাকা, কাচিচূড়া উচ্চ বিদ্যালয়ে ১০ লাখ টাকা, সলেমন নেছা এতিমখানা ও দাখিল মাদ্রাসায় ১০ লাখ টাকা, অন্নেশন উচ্চ বিদ্যালয়ে ১০ লাখ টাকা, উপজেলা পরিষদের রাস্তা (এইচবি) করতে ১০ লাখ টাকা, উপজেলা শিল্পকলা একাডেমিতে ১০ লাখ টাকা, উপজেলা চেয়ারম্যানের কোয়ার্টার মেরামত বাবদ ৫ লাখ টাকা।
সূত্র জানায়, বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ২০২৩-২৪ অর্থবছরে ফুলবাড়িয়া উপজেলায় ৮টি প্রকল্প নেওয়া হয়। প্রকল্পের মোট বরাদ্দ ছিল ৭৫ লাখ টাকা। ৮টি প্রকল্প দরপত্রের মাধ্যমে বাস্তবায়নের কথা থাকলেও কাগজে কলমে প্রকল্প দেখিয়ে টাকা আত্মসাৎ করা হয়েছে। কোনো প্রকল্পের কাজই হয়নি কিন্তু সবকটি প্রকল্পের টাকা তুলে নেওয়া হয়েছে। 

সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগ নিষিদ্ধ করো, করতে হবে: সারজিস

আওয়ামী লীগ নিষিদ্ধ করো, করতে হবে: সারজিস