সারজিস আলম বলেন, নাগরিক কমিটির পক্ষ থেকে ইতোমধ্যে সরকারের সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে। আমরা সরকারের কাছ থেকে অনেক প্রত্যাশা রাখি। নাগরিক কমিটি এ দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে।
তিনি আরও বলেন, আগামী বৃহস্পতিবার বিকাল ৫টার মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে নাগরিক কমিটিও চিকিৎসকদের সঙ্গে আন্দোলনে অংশ নেবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, নবম গ্রেডের সব সুবিধা যুক্ত করে লিখিত প্রজ্ঞাপন বৃহস্পতিবারের মধ্যে প্রকাশ করা হবে এবং জানুয়ারি থেকে তা কার্যকর হবে। যদি তা না হয়, তবে নাগরিক কমিটি আন্দোলনে শরিক হবে।