, শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫ , ২৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ


বৃহস্পতিবার বিজয় মিছিল না হয় রাজপথ, চিকিৎসদের অবরোধে: সারজিস

  • আপলোড সময় : ২২-১২-২০২৪ ০৮:১২:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১২-২০২৪ ০৮:১২:৩১ অপরাহ্ন
বৃহস্পতিবার বিজয় মিছিল না হয় রাজপথ, চিকিৎসদের অবরোধে: সারজিস
২০২৪ সালে ২৫ হাজার টাকা বেতনে জীবনযাপন করা অসম্ভব, এ কথা উল্লেখ করে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, পোস্টগ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডাক্তারদের দাবি সম্পূর্ণ যৌক্তিক। রোববার (২২ ডিসেম্বর) শাহবাগে আন্দোলনরত ডাক্তারদের সমর্থনে তিনি এই মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, নাগরিক কমিটির পক্ষ থেকে ইতোমধ্যে সরকারের সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে। আমরা সরকারের কাছ থেকে অনেক প্রত্যাশা রাখি। নাগরিক কমিটি এ দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে।

তিনি আরও বলেন, আগামী বৃহস্পতিবার বিকাল ৫টার মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে নাগরিক কমিটিও চিকিৎসকদের সঙ্গে আন্দোলনে অংশ নেবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, নবম গ্রেডের সব সুবিধা যুক্ত করে লিখিত প্রজ্ঞাপন বৃহস্পতিবারের মধ্যে প্রকাশ করা হবে এবং জানুয়ারি থেকে তা কার্যকর হবে। যদি তা না হয়, তবে নাগরিক কমিটি আন্দোলনে শরিক হবে।
 

সর্বশেষ সংবাদ
এবার আজহারীর মাহফিল ঢাকায়, চলছে প্রস্তুতি

এবার আজহারীর মাহফিল ঢাকায়, চলছে প্রস্তুতি