, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ , ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


স্ত্রীর ওপর অভিমান করে ট্রেনের নিচে ঝাঁপ দিলো স্বামী

  • আপলোড সময় : ১৫-০৬-২০২৩ ০২:৫৪:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৬-২০২৩ ০২:৫৪:৩২ অপরাহ্ন
স্ত্রীর ওপর অভিমান করে ট্রেনের নিচে ঝাঁপ দিলো স্বামী ফাইল ছবি
রাজশাহীর বাঘায় স্ত্রীর ওপর অভিমান করে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক তরুণ আত্মহত্যা করেছেন। নিহত ব্যক্তি উপজেলার ঝিনা রেলগেটপাড়া গ্রামের ইসরাফিল হোসেনের ছেলে মতিউর রহমান (২২)। আজ বৃহস্পতিবার (১৫ জুন) সকাল ৮টার দিকে উপজেলার আড়ানী ইউনিয়নের ঝিনা রেলগেট এলাকায় এই ঘটনা ঘটেছে। ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুজ্জামান রুমেল এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্র থেকে জানা যায়, মতিউর কয়েক বছর আগে বিয়ে করেন। তাদের সংসারে দুই মাসের একটি সন্তান আছে। কয়েক দিন আগে স্বামীর ওপর রাগ করে মতিউরের স্ত্রী বাবার বাড়িতে চলে যান। পরে স্ত্রীকে নানাভাবে বুঝিয়ে বাড়িতে আনার চেষ্টা করেও ব্যর্থ হন। এ ঘটনায় অভিমান করে মতিউর ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। তবে মতিউর দীর্ঘদিন থেকে মানসিক সমস্যায় ভুগছিল।

এ বিষয়ে ঈশ্বরর্দী রেলওয়ে থানার উপপরিদর্শক হারুনুজ্জামান রুমেল বলেন, বৃহস্পতিবার সকালে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মতিউর ট্রেনে বাদাম বিক্রি করে সংসার চালাতেন। কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী অ্যাকশনে গেলে আরও রক্তপাত হতো: আসিফ

আইনশৃঙ্খলা বাহিনী অ্যাকশনে গেলে আরও রক্তপাত হতো: আসিফ