, শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫ , ২৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ


২১ ডিসেম্বর এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল দিতে হবে না

  • আপলোড সময় : ১৭-১২-২০২৪ ০৭:৩৩:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১২-২০২৪ ০৭:৩৩:৫২ অপরাহ্ন
২১ ডিসেম্বর এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল দিতে হবে না
গত জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহিদ ও আহত ব্যক্তিদের পরিবারকে সহায়তার জন্য ঢাকার আর্মি স্টেডিয়ামে “ইকোস অব রেভল্যুশন” শীর্ষক কনসার্টটি অনুষ্ঠিত হবে। আগামী ২১ ডিসেম্বর কনসার্টে গান গাইবেন জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান।

এই কনসার্ট থেকে আয় হওয়া সব অর্থ শহিদ ও আহত ব্যক্তিদের পরিবার নিয়ে কাজ করা কল্যাণমূলক সংস্থা “জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন”-এ দেওয়া হবে বলে জানিয়েছেন আয়োজকরা।  এর আগে কনসার্টটি ঘিরে বেশ কিছু সুখবর পাওয়া গেছে।

জানা গেছে, ২১ ডিসেম্বর কনসার্টের দিন যানবাহন থেকে কোনো টোল আদায় করবে না ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ।  দুপুর ২টা থেকে রাত ১২ টা পর্যন্ত বনানী, আর্মি গলফ ক্লাব, এয়ারপোর্ট, কুড়িল বিশ্বরোড- এই ৪টি প্রবেশপথে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহন টোল ফ্রি প্রবেশ করতে পারবে। তবে মোটরসাইকেল এই সুবিধার আওতাভুক্ত থাকবে না। এছাড়াও জরুরি প্রয়োজনে ব্যবহার করা যাবে সেনানিবাসের জাহাঙ্গীরগেট ও জিয়া কলোনি গেট।

এরআগে সেনাবাহিনী কর্তৃপক্ষ ভেন্যু ভাড়া মওকুফ করে। এরপর জুলাই বিপ্লবে শিক্ষার্থীদের ভূমিকার কারণে তাদের প্রতি সম্মান রেখে ১৬ ডিসেম্বর বিজয় দিবসের প্রথম প্রহর থেকে টিকিট কেনায় শিক্ষার্থীদের জন্য ১৬ থেকে ৩৬% পর্যন্ত বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছিলেন আয়োজকেরা।
সর্বশেষ সংবাদ
এবার আজহারীর মাহফিল ঢাকায়, চলছে প্রস্তুতি

এবার আজহারীর মাহফিল ঢাকায়, চলছে প্রস্তুতি