, সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪ , ১৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ঈদেই দেখা যাবে নুসরাত ফারিয়ার 'সুড়ঙ্গ'

  • আপলোড সময় : ১৫-০৬-২০২৩ ১২:০৯:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৬-২০২৩ ১২:০৯:১৬ অপরাহ্ন
ঈদেই দেখা যাবে নুসরাত ফারিয়ার 'সুড়ঙ্গ' ছবি : সংগৃহীত
ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে ‘সুড়ঙ্গ’ সিনেমা। এতে আইটেম গার্ল হিসেবে নেচেছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। এরইমধ্যে প্রকাশ পেয়েছে গানটি। ফারিয়ার এই গান নিয়ে যেন দুই বাংলায় উত্তেজনা তুঙ্গে। রায়হান রাফী পরিচালিত 'সুড়ঙ্গ' সিনেমায় প্রথমবারের মতো তমা মীর্জা ও আফরান নিশো জুটি বেঁধেছেন। বেশ বড়সড় একটা বিরতি শেষে তমা মির্জার ফিরে আসাটা নতুন চমক হিসেবেই দেখছেন ভক্তরা। গানের পাশাপাশি সম্প্রতি মুক্তি পাওয়া সিনেমাটির টিজার ও ফার্স্টলুক দর্শকদের মাঝে সাড়া ফেলেছে। 

এ বিষয়ে গণমাধ্যমে তমা বলেন, এর আগে কোনো সিনেমার জন্য এত লম্বা সময় দেইনি। অনেক যত্ন নিয়ে সিনেমাটির শুটিং করেছি। অপেক্ষায় আছি সুড়ঙ্গ মুক্তির। এদিকে আইটেম গানের বিষয়ে নুসরাত ফারিয়া জানান তার চমৎকার অভিজ্ঞতার কথা। গণমাধ্যমে অভিনেত্রী বলেন, আমার ভক্ত দর্শকের জন্য সুখবর হচ্ছে, আগস্ট থেকে নতুন সিনেমার কাজ শুরু করছি। তার আগে আমি তুরস্ক যাব। সেখানে ঘুরে বেড়ানো শেষে দেশে ফিরে এসে আমি নতুন সিনেমার জন্য প্রস্তুতি নেব। 

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে রাজধানীর একতি রেস্তোরাঁয় ‘সুড়ঙ্গ’ সিনেমার রাজকীয় মহরত অনুষ্ঠিত হয়। এরপর মার্চ থেকে ঢাকার অদূরে সিলেটের সুনামগঞ্জ, চট্টগ্রাম এবং সবশেষ ঢাকাতে এর শুটিং হয়। গেল মাসে একটি অ্যানাউন্সমেন্ট টিজার মুক্তি দিয়ে আসন্ন ঈদে সিনেমাটি মুক্তির ঘোষণা দেওয়া হয় এবং সবশেষ মুক্তি দেওয়া হয় সিনেমাটির ফোরটেস্ট টিজার যা অভিভূত সাড়া ফেলে অন্তর্জালে। দেশের চলচ্চিত্র ও টেলিভিশন তারকারা নিজ নিজ সোশ্যাল মিডিয়াতে টিজার শেয়ার দিয়ে নিজেদের ভালো লাগা এবং সিনেমাটির জন্য শুভকামনা জানান যা বেশ প্রশংসনীয় তেমনি বিরল ঘটনাও!

রায়হান রাফি পরিচালিত এ সিনেমাটিতে আফরান নিশোর সঙ্গে জুতি বেঁধেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা। নাজিম উদ দৌলার গল্প ও চিত্রনাট্যে সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে আলফা আই ও চরকি।
বাংলাদেশ নিয়ে ভারতে বাড়াবাড়ি হচ্ছে: পশ্চিমবঙ্গের মন্ত্রী

বাংলাদেশ নিয়ে ভারতে বাড়াবাড়ি হচ্ছে: পশ্চিমবঙ্গের মন্ত্রী